জুমবাংলা ডেস্ক : আপনি রাতের বেলায় প্রায় দেখে থাকবেন যে বিড়াল, কুকুর, গরু বা অন্যান্য প্রাণীদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করতে। এছাড়াও জঙ্গলের পাশ দিয়ে গেলে যদি কোন প্রাণী দেখতে পান তাহলে অবশ্যই তার চোখ জ্বলতে দেখবেন। অনেকেই আবার এই চোখ জ্বলতে দেখে ভয় পেয়ে যান।
যাইহোক এই প্রতিবেদনে জানানো হয়েছে অন্ধকারে প্রাণীদের চোখ জ্বলজ্বল করে কেন? জানিয়ে রাখি প্রাণীদের চোখ মানুষের থেকে কিছুটা আলাদা। তারা অন্ধকারে বা কম আলোতেও স্বাচ্ছন্দে দেখতে পায়। এর ফলে তারা অন্ধকারে শিকার করতে পারে বা শিকারির হাত থেকে পালাতে পারে।
সাধারণত বিড়াল প্রজাতি প্রাণীদের চোখ অন্ধকারে বেশি জ্বলজ্বল করে। যেমন — বিড়াল, বাঘ, সিংহ, চিতা ইত্যাদি। এক রিপোর্ট অনুযায়ী মানুষের চোখের রেটিনার তুলনায় পশুদের চোখের রেটিনা ৫০% বড়। এমনকি অন্ধকারেও এসব প্রাণীদের চোখের রেটিনা আরও বড় হয়ে যায়।
আমরা যদি বিড়ালের চোখ সম্পর্কে বলি, মানুষের চোখের চেয়ে অনেক বেশি আলোক সংবেদনশীল কোষ থাকে, যাকে রড কোষ বলা হয়। রড কোষের কারনে এরা অন্ধকারে মানুষের চেয়ে অনেক ভালো দেখতে পায়।
প্রাণীদের চোখের রেটিনার পিছনে ট্যাপেটাম লুসিডাম নামক একটি কোষ থাকে, যা মানুষের মধ্যে নেই। এই কোষের কাজ হল আলো গ্রহণ করা এবং এটিকে সংকেতে রূপান্তরিত করে মস্তিষ্কে পাঠানো। এই কোষের কারনেই প্রাণীদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে।
জন্ম থেকেই তরুণীর দুটি জরায়ু, নিজেই জানালেন সুবিধা-অসুবিধার কথা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।