Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গোসল বা সাঁতারের সময় হাত–পায়ের ত্বক কুঁচকে যায় কেন
    লাইফস্টাইল

    গোসল বা সাঁতারের সময় হাত–পায়ের ত্বক কুঁচকে যায় কেন

    Tarek HasanJune 1, 20243 Mins Read
    Advertisement

    লাইফস্টাইল ডেস্ক : পানিতে দীর্ঘসময় হাত চুবিয়ে রাখলে আঙুলের ত্বক কুঁচকে যেতে দেখা যায়। আবার দীর্ঘ সময় সাঁতার কাটলেও এমন হয়। পায়ের আঙুলের ত্বকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কিন্তু পানিতে দীর্ঘসময় ডুবে থাকলেও শরীরের অন্যান্য অংশের ত্বক কিন্তু কুঁচকে যায় না। তাহলে শুধু হাত ও পায়ের আঙুলের ত্বক এমন হয় কেন? এ বিষয়ে বিজ্ঞানই কী বলছে জেনে নেওয়া যাক।

    wrinkling-of-skin-on-hands

    বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষায় দেখা গেছে, এই কোঁচকানো ত্বক কোনো ডুবে থাকা বা ভেজা বস্তুকে ভালোভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে। এটি অনেকটা গাড়ির টায়ার বেড়ে বৃষ্টি পানি ঝরার মতো!

    সাধারণত মানুষের ধারণা, ত্বকের বাইরের স্তরে পানি প্রবেশ করে ফুলে যাওয়ার কারণেই ত্বক কুচকে যায়।

       

    কিন্তু ১৯৩০ সাল থেকে গবেষকেরা লক্ষ্য করেন, আঙুলের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে ত্বক এভাবে কোঁচকায় না। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, দেহের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অনৈচ্ছিক প্রতিক্রিয়া হিসেবে ত্বক কুঁচকে যায়। শ্বাসপ্রশ্বাস, হৃৎস্পন্দন ও ঘাম নির্গমনের মতো বিষয়গুলো এই স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। প্রকৃতপক্ষে ত্বকের নিচে রক্তনালি সংকুচিত হওয়ার কারণেই ত্বক কুঁচকে যায়।

    যুক্তরাষ্ট্রের বোয়েস, ইডাহোর টুএআই গবেষণা প্রতিষ্ঠানের বিবর্তনীয় নিউরোবায়োলজিস্ট মার্ক চাঙ্গিজি ও তাঁর সহকর্মীরা বলেন, ত্বকের কুঁচকে যাওয়ার পেছনে বিবর্তনীয় কারণ থাকতে পারে। মানুষের হাতের মুঠোয় কিছু আঁকড়ে ধরার ক্ষমতা বাড়ানোর জন্য ত্বকে কুঁচকে যাওয়া একটি ‘নিষ্কাশন ব্যবস্থা’ হিসেবে কাজ করে। যদিও আঙুলের ত্বক কুঁচকে যাওয়ার মধ্যে আসলেই কোনো সুবিধা আছে কিনা তা এখন অবধি প্রমাণিত হয়নি।

    ২০১৩ সালের এক গবেষণায় বিষয়টি নিয়ে আরও পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের হাত ৩০ মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখতে দেওয়া হয়। এরপর অংশগ্রহণকারীদের সেই কোঁচকানো ত্বকের আঙুল দিয়ে এবং স্বাভাবিক আঙুল দিয়ে বিভিন্ন আকারের মার্বেলসহ বিভিন্ন ভেজা বা শুকনো বস্তু তুলতে বলা হয়। স্বাভাবিক আঙুলের তুলনায় কোঁচকানো ত্বকের আঙুল দিয়ে অংশগ্রহণকারীরা ভেজা মার্বেলগুলো দ্রুত তুলে ফেলে। তবে শুকনো বস্তুর ক্ষেত্রে স্বাভাবিক বা কুঁচকানো ত্বকের আঙুলে ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি। গবেষণাটি বায়োলজি লেটারসে প্রকাশিত হয়।

    যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির বিবর্তনীয় জীববিজ্ঞানী ও গবেষণাপত্রের সহ–লেখক বলেছেন টম স্মুল্ডার্স বলেন, ‘কোঁচকানো ত্বকে আঙুলগুলো ভেজা অবস্থায় আরও বেশি আঁকড়ে ধরার ক্ষমতা দেয়। এটি আপনার গাড়ির টায়ারের মতো কাজ করতে পারে। খাঁজগুলো টায়ারকে রাস্তার সংস্পর্শে থাকতে ও আরও আঁকড়ে থাকতে সহায়তা করে।’

    স্মুল্ডার্স আরও বলেন, কোঁচকানো আঙুলগুলো আমাদের পূর্বপুরুষদের ভেজা গাছপালা বা পানি থেকে খাবার সংগ্রহ করতে সাহায্য করে থাকতে পারে। এভাবে বৃষ্টির সময়ে কোঁচকানো ত্বকের পায়ের আঙুলগুলো কোনো পৃষ্ঠকে (ভেজা মাটি বা রাস্তা) আরও ভালোভাবে আঁকড়ে ধরে হাঁটাচলা করতে সাহায্য করতে পারে।

    চাঙ্গিজি বলেন, বৃষ্টির সময়ে কুঁচকানো আঙুল গাড়ির টায়ারের মতো কাজ করে। এখন অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কিনা তা জানতে হবে।

    পর পর ৩ জুমা আদায় না করলে যে গুনাহ হবে

    স্মুল্ডার্স বলেন, কোঁচকানো আঙুল ভেজা জিনিস আঁকড়ে ধরার ক্ষেত্রে সুবিধা দেয়। অবশ্য শুষ্ক জিনিসের ক্ষেত্রে তেমন পার্থক্য দেখা যায় না। তবে আমাদের আঙুলের ত্বক স্থায়ীভাবে কুঁচকে যায় না কেন তা স্পষ্ট নয়। সব সময় আঙুল কুঁচকে থাকলে আঙুলের সংবেদনশীলতা কমে যেতে পারে ও শুকনো বস্তুকে আঁকড়ে ধরার ক্ষমতা কমে যেতে পারে। এ জন্য আঙুলগুলো হয়তো স্থায়ীভাবে কুঁচকে যায় না।

    তথ্যসূত্র: সায়েন্টিফিক আমেরিকান

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আঙুলের ত্বক কুঁচকে কুঁচকে কেন গোসল ত্বক বা যায়! লাইফস্টাইল সময়’: সাঁতারের হাত-পায়ের
    Related Posts
    প্রেমিক ও প্রেমিকা

    পুরুষের যে কথাগুলোতে দুর্বল হয়ে যায় মেয়েরা

    November 1, 2025
    একাকীত্ব

    একাকীত্ব ঝুঁকি বাড়ায় বিভিন্ন রোগের, দূর করার ৫টি উপায়

    November 1, 2025
    রক্ত

    মানুষের শরীরের প্রতিদিন নতুন রক্ত তৈরি হয় তাহলে পুরনো রক্তগুলো কোথায় যায়

    November 1, 2025
    সর্বশেষ খবর
    প্রেমিক ও প্রেমিকা

    পুরুষের যে কথাগুলোতে দুর্বল হয়ে যায় মেয়েরা

    একাকীত্ব

    একাকীত্ব ঝুঁকি বাড়ায় বিভিন্ন রোগের, দূর করার ৫টি উপায়

    রক্ত

    মানুষের শরীরের প্রতিদিন নতুন রক্ত তৈরি হয় তাহলে পুরনো রক্তগুলো কোথায় যায়

    চেহারা

    একজন মানুষ কতজনের চেহারা মনে রাখতে পারে

    Porokiya

    বিবাহিত পুরুষের প্রতি বেশি যেসব কারণে আকৃষ্ট হয় মেয়েরা

    অ্যাপ

    স্মার্টফোনেই ডিএসএলআরের মতো ছবি তুলতে সহায়ক ৫ অ্যাপ

    ড্রাগন ফল

    বাড়ীর ছাদের টবে ড্রাগন ফল চাষের দুর্দান্ত উপায়, হবে বাম্বার ফলন

    মাছের কাঁটা

    গলায় মাছের কাঁটা বিঁধলে এই নিয়মে দূর হবে মুহূর্তের মধ্যে

    Email

    কোটি কোটি ই-মেইলের পাসওয়ার্ড ফাঁস, যেভাবে জানবেন আপনি ঝুঁকিমুক্ত কি না

    husband and wife

    স্বামী-স্ত্রী একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেললে যা করবেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.