ধনীরা কেন তাদের ফোনে কভার ব্যবহার করেন না?

mark

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোন কেনার পর সবাই প্রথম যে কাজটি করেন সেটি হচ্ছে যুতসই সবার কিনে ব্যবহার করেন। তারা মনে করেন এই কভার ফোনকে সুরক্ষিত রাখবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন ধনী ব্যক্তিরা তাদের ফোনে কভার ব্যবহার করেন না। কিন্তু কেন?

mark

টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক থেকে শুরু করে মার্ক জুকারবার্গকে পাবলিক প্লেসে কভার ছাড়াই তাদের ফোন ব্যবহার করতে দেখা গেছে। আর এই লক্ষ্য করা গেছে যে মোবাইল ফোনকে কভার ছাড়াই ব্যবহার করতে। তবে আপনি কি জানেন যে কোটিপতিরা কেন তাদের ফোনে কভার রাখেন না? জানলে আপনিও অবাক হবেন।

সাধারণত লোকেরা স্মার্টফোনকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য কভার ব্যবহার করে থাকেন। কারণ একবার হাত থেকে মোবাইলটি পড়ে গেলে তার অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মেরামত করতে প্রায় মোবাইলটির অর্ধেক দাম পড়ে যায়। আর এই কারণেই অধিকাংশ মানুষই তাদের মোবাইল ফোন কভার ব্যবহার করেন।

তবে আপনি জেনে অবাক হবেন, আপনার স্মার্টফোনটিতে কভার ব্যবহার না করারও অনেক সুবিধা রয়েছে। আসলে স্মার্টফোন ব্যবহার করার সময় কখনো কখনো যে সমস্ত ছোটখাটো সমস্যাগুলো দেখা দেয় তার অধিকাংশই মোবাইল ফোন ঢেকে রাখার কারণে। আসলে মোবাইল কভার ব্যবহার করার কারনেই কিছু সমস্যা দেখা দেয়।

১. আসলে মোবাইল ফোন যদি কভার দিয়ে ঢেকে রাখা হয়, তা অনেক বেশি গরম হয় এবং কার্যক্ষমতা কমে যায়। বিশেষ করে মোবাইল চার্জ করার সময় মোবাইল কভার রাখা উচিত নয়। কারণ এই সময় কভারের কারণে মোবাইল ফোনটিও অতিরিক্ত গরম হয়ে ওঠে।

২. একাধিক টেক বিশেষজ্ঞদের মতে, মোবাইল কভার ব্যবহার না করলে মোবাইলটি গরম কম হবে এবং প্রচন্ড গতিতে চলবে। বলা যেতে পারে, আপনি যতই ভালো প্রফেসরযুক্ত ফোন ব্যবহার করেন না কেন, কভার লাগিয়ে সেই স্পিড আপনি পাবেন না। এজন্য অনেকেই কভার ছাড়াই ফোন ব্যবহার করেন।

৩. এছাড়া আপনি যদি মোবাইল ফোনে কভার ঢেকে রাখেন তাহলে মোবাইল ফোনটি ভারী হয়ে যায় এবং এর পাশাপাশি অনেকটাই মোটা দেখায়। তাই আপনি যদি কভার ছাড়াই মোবাইল ব্যবহার করেন এটিকে স্লিম দেখাবে ও আকর্ষণীয় হয়ে উঠবে।

৪. দীর্ঘদিন মোবাইল কভার ব্যবহার করার ফলে মোবাইলের মধ্যে অনেক ধূলিকণা ও ময়লা জমে যায় এবং পরবর্তীতে সেই ময়লার দাগ কখনো কখনো যায় না। তাই এই ক্ষেত্রেও কভার ব্যবহার না করলে ময়লা জমার কোন সমস্যা থাকে না ও মোবাইলটি সব সময় পরিষ্কার থাকে।

সঞ্চয়পত্র করতে যা যা কাগজপত্র লাগে

৫. স্মার্টফোনে কভার ব্যবহার করলে নেটওয়ার্ক ব্যান্ড ব্লক করে, যা নেটওয়ার্ক সমস্যা সৃষ্টি করে, বিশেষ করে ইন্টারনেট ব্যবহার বা কল করার সময়ে। তাই কভার ছাড়া মোবাইল ফোন ব্যবহার করলে ফুল নেটওয়ার্ক পাওয়া যায় এবং কল বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দেয় না।