‘যাকে বোন ডাকে তার সঙ্গে কেন সম্পর্কে জড়াবে?’

চিত্রনায়িকা অঞ্জনা

বিনোদন ডেস্ক : ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে সরব শোবিজ অঙ্গন। শুধু তাই নয়, চায়ের দোকানের আড্ডাতেও বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।
চিত্রনায়িকা অঞ্জনা
তিনি একটি গণমাধ্যমকে জানান, ‘আমি খুব কষ্ট পেয়েছি। ওরা সবাই (মৌসুমী, ওমর সানী, জায়েদ খান) আমার খুব স্নেহের। দাম্পত্যে মনোমালিন্য হতেই পারে। সানী-মৌসুমীর ব্যক্তিগত বিষয় ঘরে রাখা উচিত ছিলো। তবে মৌসুমীর বক্তব্যে পুরো ঘটনাটি স্পষ্ট হয়েছে।’

অঞ্জনা আরও বলেন, ‘আমার জানামতে, একসঙ্গে সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠেছে। মৌসুমীকে বড় বোনের মতো সম্মান করে জায়েদ। সে (জায়েদ) কেন সংসার ভাঙার কারণ হবে? জায়েদ যাকে বোন বলে ডাকে তার সঙ্গে কেন সম্পর্কে জড়াবে? ও (জায়েদ) শিক্ষিত ছেলে। তার পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো। বিয়ের প্রয়োজন হলে ওর বড় ভাইবোনেরা বিষয়টি দেখবে।’

কিংবদন্তি এই নৃত্যশিল্পী ও অভিনেত্রীর ধারণা, ‘হয়তো তাদের (সানী-মৌসুমী) কোনো সমস্যার সমাধান করতে গিয়ে সানীর কাছে খারাপ হয়ে গেছে জায়েদ। এমনটি হতে পারে। আল্লাহ না চাইলে কারও সংসার টিকবে না। কাউকে দোষ দিয়ে লাভ নেই।’

শোনা যাচ্ছে, ডিপজলের ছেলের বিয়ের আয়োজনে ঘটেছে এক সিনেমাটিক ঘটনা। মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। জায়েদও চুপ ছিলেন না, কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘একেবারে গুলি করে দেব।’

সেদিন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা অঞ্জনা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ওই অনুষ্ঠানে এমন কোনো ঘটনা ঘটেনি। সেখানে একজন চড় মারবে, আরেকজন পিস্তল বের করবে, এমন হলে আমি, রোজিনা, ডিপজল ভাই কি চুপ করে বসে বসে দেখতাম? চলমান এই বিষয়গুলো নিয়ে খুব কষ্ট পেয়েছি।’

এদিকে ছেলের বিয়ের আয়োজনে সানী-জায়েদকে কেন্দ্র করে যে খবরটি রটেছে, সেই পুরো ঘটনাটিকে ভিত্তিহীন দাবি করে ডিপজল জানিয়েছেন, ‘অনেক গণ্যমান্য অতিথিদের সঙ্গে ওমর সানী ও জায়েদকে আমিই অনুষ্ঠানে অভ্যর্থনা জানিয়েছি। যদি ধরেও নিই, তাদের মধ্যে কোনো মনোমালিন্য রয়েছে, তাহলে কি তারা একটি বিয়ের অনুষ্ঠানে এসে এমন ঘটনা ঘটাবে? এটা কি বিশ্বাসযোগ্য? তারা তো শিল্পী, তারা জানে কোথায় কি ধরনের আচরণ করতে হয়। ফলে পুরো বিষয়টিই ভিত্তিহীন ও অসত্য। এখন কেউ কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে এ ধরনের কথা ছড়িয়ে থাকে, তাহলে বলব তারা ভালো কাজ করেনি। এত ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলাও তো অশোভন। আমি মনে করি, যারা এসব কথা ছড়িয়েছে, তারা চলচ্চিত্রের বদনাম করার জন্য করেছে। যারা জায়েদ ও ওমর সানীর কথিত ঘটনা ছড়িয়েছে, তারা ভালো কাজ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক।’

প্রথমবার ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, সৌন্দর্য টেক্কা দিবে সব অভিনেত্রীদেরও