লাইফস্টাইল ডেস্ক : আপনি যখন নতুন গাড়ি কিংবা মোটরবাইক কিনবেন তখন আপনার হাতে দুইটি চাবি তুলে দেওয়া হবে। কখনো কি ভেবেছেন কেন নতুন গাড়ির সঙ্গে দুই সেট চাবি দেওয়া হয়?
বহু মানুষ এর যথার্থ কারণ জানলেও অনেকেই খোঁজ রাখেন না। আসলে এই দুটি চাবি দেওয়ার পিছনে রয়েছে একাধিক কারণ। যা এড়িয়ে গেলে আপনাকে মোটা টাকা লোকসানের মুখে পড়তে হতে পারে।
আপনিও যদি এমন ঘটনার মুখোমুখি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন দুইটি চাবির কী কী সুবিধা রয়েছে?
প্রথমত চাবি হারিয়ে যাওয়া একটি কারণ বলে মনে করে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো তবে এটাই কারণ নয়, আপনার গাড়ি-বাইকে চাবি যদি আপনার কাছে উপস্থিত না থাকে তাহলে বিমা ক্ষতিপূরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
পাশাপাশি প্রথম চাবি যদি চুরি হয়ে যায় সেই সময় দ্বিতীয় চাবিটি কাজে আসতে পারে আপনার। গাড়ি-বাইক আনলক করার জন্য এই চাবি রাখা জরুরি।
দুর্ভাগ্যবশত আপনার গাড়ি বা মোটরসাইকেল যদি চুরি হয়ে যায় তখন প্রতিষ্ঠানগুলো আপনার দ্বিতীয় চাবিটি চেয়ে থাকে। আসলে বিমা আবেদনের ক্ষেত্রে দরকার পড়ে এই চাবি। আর তা যদি দেখাতে না পারেন তাহলে বিমা ক্ষতিপূরণ পেতে অসুবিধা হতে পারে এবং আপনি যেই সংস্থার থেকে কিনেছেন তারা আপনার জটিলতা তৈরি করতে পারে।
বাতিল হতে পারে বিমা আবেদন, অনেকেই গাড়ি-বাইকের চাবি নিয়ে উদাসীন থাকেন। বিমা আবেদনের সময় যদি আপনি দ্বিতীয় চাবি না দেখাতে পারেন তাহলে সংস্থাটি মনে করবে গাড়িটি চুরি যাওয়া সময় আপনি অসতর্ক এবং উদাসীন ছিলেন। আপনার ভুল চিহ্নিত করে সেই বিমা আবেদন বাতিল করতে পারে সংস্থাগুলো।
আর গাড়ির চাবি যদি হারিয়ে যায় তাহলে ভুলেও ডুপ্লিকেট চাবি বানাবেন না। পাড়ার দোকানে চাবি না বানিয়ে সংশ্লিষ্ট সংস্থা অনুমোদিত সেন্টারে গিয়ে চাবি বানানো উচিত বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি চাবি কেনার পর তার রসিদও সংগ্রহে রাখা উচিত। এই রসিদ পরবর্তীকালে কাজে আসতে পারে।
গাড়ি-বাইক যাতে চুরি না যায় তার জন্য অ্যান্টি-থেফট ডিভাইস ব্যবহার করতে পারেন। এই ভাবে আপনি নতুন গাড়ি-বাইকে চোরেদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন।
পাশাপাশি গাড়ি বা মোটরসাইকেল যদি চুরি যায় তাহলে অবশ্যই তৎক্ষণাৎ থানায় গিয়ে এফআইআর করা উচিত। এই এফআইআর বিমা আবেদনের সময় কার্যকরী হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।