আন্তর্জাতিক ডেস্ক : উন্নত দেশ হিসেবে বিবেচিত নিউজিল্যান্ডের চলছে অর্থনৈতিক দৈন্যদশা। অবস্থা এতটাই নেতিবাচক যে দেশটির রেকর্ডসংখ্যক অধিবাসী উন্নত জীবনের আশায় পাড়ি জমাচ্ছেন অন্যান্য দেশে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৮০ হাজার মানুষ নিউজিল্যান্ড ছেড়েছেন। গত অর্থবছরে মোট দেশত্যাগী মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজারেরও বেশি, যা দেশটির বিগত যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।
দেশটিতে চলমান বেকারত্ব সমস্যা, উচ্চ সুদহার ও মূল্যস্ফীতির উচ্চহারের কারণে মানুষের জীবন বিষিয়ে উঠেছে। নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, করোনাসময়ে এত মানুষ দেশ ছাড়েনি, এখন যেভাবে একের পর এক দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সুদহার ৫২১ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ২১ শতাংশ করেছে, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। এতে করে জীবিকা নির্বাহ হয়ে উঠেছে ব্যয়সাপেক্ষ। অন্যদিকে বছরে দ্বিতীয়ার্ধে এসে বেকারত্বের হার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। সব মিলিয়ে বড় রকমের অর্থনৈতিক চাপে পড়েছে দেশটির বাসিন্দারা।
যারা নিউজিল্যান্ড ছাড়ছেন এদের এক তৃতীয়াংশই পাড়ি জমাচ্ছেন অস্ট্রেলিয়ায়। বাকিরা যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য দেশে থিতু হচ্ছেন বলে দেশটির সরকার নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।