বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আধ খাওয়া আপেলের লোগো নিয়ে কথা বলেননি এমন মানুষ কমই আছেন। তেমনই এর সবচেয়ে জনপ্রিয় ডিভাইস আইফোনের (iPhone) ইংরেজি নামের বানানের প্রথম অক্ষরটি ছোট হাতের কেন, তা নিয়েও কৌতুহলের শেষ নেই যেন।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুসারে, আসলে এই ছোট হাতের ‘আই’- এর সঙ্গে আইফোনের কোনো সম্পর্ক নেই। এই ট্রেন্ড প্রথম শুরু হয় আইম্যাক (iMac) নামক একটি কম্পিউটার দিয়ে। শুরুর দিকে অ্যাপলের মূল ব্যবসা ছিল কম্পিউটার। ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি প্রথম আইম্যাক বাজারে আনে। আর আইফোন প্রথম লঞ্চ হয় ২০০৭ সালে।
অর্থাৎ আই ছোট রাখার এই সিদ্ধান্ত আইফোন তৈরির অনেক আগেই নিয়েছিল অ্যাপল। আইম্যাক এবং আইফোনের মাঝে একাধিক ‘আই’ ডিভাইস লঞ্চ করে কোম্পানিটি।
জানা যায়, এই অদ্ভুত নামের আইডিয়া কেন সিগাল নামের এক ব্যক্তির। যিনি আমেরিকার লস অ্যাঞ্জেলসে অ্যাড এজেন্সিতে কাজ করতেন। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কম্পিউটারের নাম রাখতে চেয়েছিলেন ম্যাকম্যান। কিন্তু সিগালের আইডিয়ায় শেষ পর্যন্ত আইম্যাক নামে বাজারে আসে এই মোবাইল ফোন।
কেন সিগাল এই নাম দেওয়ার জন্য কারণও ব্যাখা করেন। ছোট হাতের আই শব্দটি ইন্টারনেটকে প্রতিফলিত করবে। এই ডিভাইস মানুষের কাছে একটি ইনডিভিয্যুয়াল ও ইনোভেশন ডিভাইস হিসাবে উপস্থিত হবে বলে মনে করেছিলেন তিনি।
এই ছোট হাতের আই পরে অ্যাপলের একাধিক প্রোডাক্ট যেমন— আইপ্যাড, আইপড, আইবুক (পরবর্তীতে ম্যাকবুক) এমনকি অপারেটিং সফটওয়্যারের নাম আইওএসও ছোট হাতের আই দিয়েই শুরু করে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।