জুমবাংলা ডেস্ক : দেশে শীত এলেই নিয়মিত সংবাদের শিরোনাম হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া। টানা কিংবা নিয়মিত বিরতিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকে সর্বউত্তরের এ উপজেলায়।
শীতে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে তেঁতুলিয়ার মানুষ কেন বেশি জবুথবু হয়, তা জানতে কথা হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের সঙ্গে। শুক্রবার দুপুরে আলাপকালে তেঁতুলিয়ার তাপমাত্রা কম থাকা কিংবা শীত বেশি হওয়ার পেছনে মূলত দুটি বিষয়কে কারণ হিসেবে তুলে ধরেন তিনি।
এ আবহাওয়াবিদের মতে, তেঁতুলিয়ায় শীত বেশি হওয়ার প্রথম কারণটি জলবায়ুগত।
তিনি বলেন, ‘আমাদের শীতকালে উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয়ের ওই দিক থেকে বাতাস আসে, ঠান্ডা বাতাসটা, যার কারণে ওইখানে যে ইয়েটা (তাপমাত্রা) মাপা হয়, আস্তে আস্তে যত আপনি এদিকে আসবেন, টেম্পারেচার (তাপমাত্রা) তুলনামূলক ওপরের চেয়ে নিচের দিকে কম থাকবে। আর এদিকে দক্ষিণ পার্ট যেটা, কোস্টাল রেঞ্জ যেটা, উপকূলীয় এলাকাগুলো যেহেতু সমুদ্রের পাশে, সেখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা উত্তরাংশের চেয়ে তুলনামূলক বেশি থাকে, যে কারণে এদিকে টেম্পারেচার (তাপমাত্রা) বেশি থাকে।
‘আর ওইটা হলো উত্তর-পশ্চিম দিক থেকে শীতের যে বাতাসটা আসে, সেটা আমাদের ক্লাইমেট বলতে পারেন। সে কারণে ওইখানকার টেম্পারেচারটা কম দেখেন তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চেয়ে।’
মৌসুমে তেঁতুলিয়ায় যে কারণে শীত বেশি থাকে, একই কারণে বাংলাদেশের অন্যান্য কিছু জায়গায় শীতল আবহাওয়া থাকে বলে জানান রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
তার ভাষ্য, ‘কখনও কখনও ওখানে (উত্তরাঞ্চলে) না হলেও ওয়েস্টার্ন পার্ট, বাংলাদেশের পশ্চিমাংশে যশোর, চুয়াডাঙ্গা—এ সকল জায়গায় দেখবেন যে টেম্পারেচার কম থাকবে। তার মানে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে শীতকালের যে বাতাসটা আসে, সেই কারণেই ওই অংশগুলোতে টেম্পারেচার (তাপমাত্রা) কম থাকে।’
অন্য কোনো কারণে তেঁতুলিয়ায় শীতকালে তাপমাত্রা কম থাকে কি না, তা জানতে চাওয়া হয় মনোয়ারের কাছে। জবাবে তিনি জানান, দ্বিতীয় কারণটি বৈজ্ঞানিক।
মনোয়ার হোসেন বলেন, ‘এটা (জলবায়ুগত) আসলে (মূল) কারণ। সিলেটেও কম থাকে। আপনি দেখবেন যে, এ ছাড়াও আপনার আরও অনেক কারণ আছে। যেমন: শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে হেলে যায়। তাহলে আপনি যদি ল্যাটিটিউড বা অক্ষাংশ ধরেন, আমাদের নিচের দিকে ল্যাটিটিউড কম থাকে আর আস্তে আস্তে ওপরের দিকে গেলে ল্যাটিটিউড বাড়ে।
‘তার মানে সূর্যের দূরত্ব ওপরের দিকে আমাদের নর্দার্ন পার্টে (উত্তরাঞ্চলে) কম। সে কারণেও সূর্যের রশ্মিটা ওখানে কম যায়। সেটাও একটা কারণ। সেখানে তুলনামূলকভাবে তাপমাত্রা নিচের চেয়ে ওপরে কম থাকবে শীতকালে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।