জুমবাংলা ডেস্ক : ‘নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন’ এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মাস্টারপ্ল্যান’-এর মধ্যে রয়েছে কিনা– সেই প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে তিনি এসব প্রশ্ন করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যখন শুনি, আগে সংস্কার পরে নির্বাচন—এ যেন শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি–আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না।’
সরকারের নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা তো এও শুনছি, সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। যদি এসব কথা আসে, তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টারপ্ল্যানের মধ্যে রয়েছে।’
এর আগে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।