Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গুহার ভেতরটা এমন জ্বলজ্বল করে কেন
    অন্যরকম খবর আন্তর্জাতিক

    গুহার ভেতরটা এমন জ্বলজ্বল করে কেন

    October 22, 20234 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : পাতালের এক গুহায় ঢুকেছেন। আঁধারের রাজ্যে কিছুটা পথ এগোনোর পর আবিষ্কার করলেন গুহার ভেতরের দেয়ালে অগণিত খুদে আলোক উৎস দ্যুতি ছড়াচ্ছে। জ্বলজ্বলে জিনিসগুলো আসলে কী? সত্যি এমন পিলে চমকানো অভিজ্ঞতার মুখোমুখি হবেন, যদি নিউজিল্যান্ডের ওয়াইতমো গুহায় যান। এখানে প্রকৃতপক্ষে গুহা একটি নয়, অনেকগুলো। আর এগুলো পরিচিতি ওয়াইতমো গ্লোওয়র্ম কেভস নামে।

    এবার বরং গুহার ভেতরে এই আশ্চর্য বিষয়টি আবিষ্কারের ঘটনাটি খুলে বলা যাক। সময়টা ১৮৮৭ সাল, ইংরেজ জরিপকারী ফ্রেড মেইস এবং স্থানীয় মাওরি চিফ তানে তিনোরাও ওয়াইতমোর গুহাগুলোতে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেন। একটি ছোট ভেলায় চেপে একটি খাল ধরে পাতালরাজ্যে প্রবেশ করেন তাঁরা। সঙ্গে থাকা মোমবাতির আলোয় পথ দেখে গুহার গভীরে ঢুকছিলেন তাঁরা। এ সময় হঠাৎ চমকে উঠলেন তাঁরা, মাথার ওপর খুদে তারার মতো কী যেন জ্বলজ্বল করছে। ওগুলো আসলে ছিল হাজারে হাজারে গ্লোওয়র্ম। শান্তভাবে গুহার দেয়ালে আটকে থেকে দীপ্তি ছড়াচ্ছিল এরা।

    এখন নিশ্চয় মনে প্রশ্ন জাগছে এই গ্লোওয়র্ম জিনিসটা আবার কী? বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গের বায়োলুমিনিসেন্ট শুঁয়োপোকা বা শূককীট এরা। এখানে বলা রাখা ভালো, জীবন্ত জীবদেহ থেকে বিভিন্ন বর্ণের আলো তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার ঘটানাটি হলো বায়োলুমিনেসেন্স বা জীব দ্যুতি। তো এই শূককীটদের একটি বড় অংশই গোবরে পোকা এবং আরাচনোকাম্পা নামের এক ধরনের ফাঙ্গাস গ্নাট বা ডাঁসের মতো পোকা। এরা প্রচুর পরিমাণে গুহার দেয়ালে আটকে থাকে। এদের বড় কোনো দলের দেখা পেলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। কারণ বড় একটা জায়গা তখন এদের দীপ্তিতে জ্বলজ্বল করতে থকবে।

    জ্বলজ্বল করতে থাকা জিনিসগুলো পরিচিত গ্লোওয়র্ম নামে। ছবি: ফেসবুক

    যাক ১৮৮৭ সালের অভিযানের গল্পে ফিরে আসা যাক। এমন আশ্চর্য জিনিস আবিষ্কারের পর ফ্রেড মেইস এবং তানে তিনোরাও আরও বহুবার গেলেন গুহাগুলোতে। পরের এক একক অভিযানে তিনোরাও ডাঙা দিয়ে গুহায় ঢোকার একটি পথও আবিষ্কার করে বসেন। এখন সারা পৃথিবীর পর্যটকেরা গুহার এ প্রবেশ পথটিই ব্যবহার করেন।

    গুহাটিতে পর্যটকদের পদচারণা শুরু হয় সেই ১৮৮৯ সালে। তখন তিনোরা এবং তাঁর স্ত্রী অর্থের বিনিময়ে পর্যটকদের গুহাটি ঘুরিয়ে দেখানো শুরু করেন। এখনকার অনেক টুরিস্ট গাইডই তিনোরা এবং তাঁর স্ত্রীর বংশধর। আর ফাঙ্গাস গ্নাটরাও আগের মতোই জ্বলজ্বল করতে থাকে গুহার শরীরে। আর এটা দেখে মুগ্ধ হোন নিউজিল্যান্ডের বিভিন্ন এলাকাসহ পৃথিবীর নানা প্রান্তের পর্যটকেরা।

    ওয়াইতমো গুহায় ঘুরতে এসেছেন একটি পরিবার। ছবি: ফেসবুক

    গুহার ভেতরে একটি ভূগর্ভস্থ জিপ-লাইনে রোমাঞ্চকর ভ্রমণ করতে করতে মুগ্ধ হবেন চুনাপাথরের সুড়ঙ্গ দেখে। রাবারের নৌকায় চেপে উপভোগ করতে পারবেন বিভিন্ন দেয়ালে মনোমুগ্ধকর আলোর খেলা। সেই সঙ্গে মাওরি গাইডের মুখে শুনবেন এই আদিবাসীদের সমৃদ্ধ লোককথা।

    গুহাগুলো তিন কোটি বছর আগে সামুদ্রিক বিভিন্ন প্রাণীর জীবাশ্মের হাড় এবং খোলস দিয়ে প্রথম জলের নিচে তৈরি হয়েছিল। যা শক্ত হয়ে পাললিক শিলায় রূপ নেয়।

    গুহার দেয়াল এভাবে জ্বলজ্বল করতে দেখা চমকে ওঠেন পর্যটকেরা। ছবি: ফেসবুক

    মূলত টেকটোনিক প্লেটের নড়াচড়া এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ফলে চুনাপাথর সমুদ্র থেকে ওঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির জল নালা, গুহা এবং পাথুরে তাকের জন্ম দেয়। ফলাফল প্রায় ১০০০ গুহার একটি নেটওয়ার্ক। এগুলোর মধ্যে মোটে ৩০০ টির মতোর মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত।

    স্থানীয় মাওরি লোকেরা এই গুহাগুলির অস্তিত্ব সম্পর্কে অনেক আগে থকেই জানত। কিন্তু জায়গাটির প্রতি প্রবল একটি ভয় কাজ করত তাঁদের মনে। তাঁরা এদের ভূ-গর্ভস্থ কোনো অচেনা জগতের প্রবেশদ্বার বলে মনে করত।

    পর্যটকদের গুহাগুলো ঘুরিয়ে দেখান স্থানীয় অভিজ্ঞ গাইডেরা। ছবি: ফেসবুক

    প্রথমে গুহায় প্রবেশ করলে জলের শব্দের সঙ্গে কেবল স্যাঁতসেঁতে মাটির গন্ধ পাবেন। কিন্তু শিগগিরই মাথার ওপরে বিস্ময়কর এক জগৎ আবিষ্কার করে বসবেন। অগণিত ক্ষুদ্র আলো আবছা সবুজ একটা আভা ছড়িয়ে দিয়েছে গুহাময়। গ্লোওয়ার্ম তাদের শরীর থেকে নির্গত আলো খুদে পোকামাকড়কে প্রলুব্ধ করতে ব্যবহার করে। একদৃষ্টিতে তাকালে তাঁদের শরীরের আঠালো ও সরু সুতার মতো অংশগুলো দেখতে পাবেন, যেগুলো শিকারের অপেক্ষায় আছে।

    গুহাগুলোতে পর্যটকদের পদচারণা শুরু হয় সেই ১৮৮৯ সালে। ছবি: ফেসবুক

    তবে একা একা কিংবা নিজেরা কয়েক জন মিলে গুহায় প্রবেশ করতে পারবেন না আপনি। এখানে ট্যুর রিজার্ভ করে অভিজ্ঞ গাইডের সঙ্গে ভ্রমণ করতে হবে। আর প্রতিটি ভ্রমণে নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষকে নেওয়া হয় না।

    কাজেই পাঠক এমন আশ্চর্য এক জগতের দেখা পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না আশা করি। নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ড থেকে ঘণ্টা দুয়েকেই পৌঁছে যেতে পারবেন নর্থ আইল্যান্ডের ওয়াইতমোর ওই গুহারাজ্যে।

    সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, এটলাস অবসকিউরা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যরকম আন্তর্জাতিক এমন করে কেন খবর গুহার জ্বলজ্বল ভেতরটা
    Related Posts
    Iran

    ইরানের পাহাড়ের আড়ালে কী রহস্য লুকিয়ে আছে?

    May 4, 2025
    Gucci

    বিলাসবহুল মার্কিন ব্র্যান্ডের আসল দাম উন্মোচন করেছে চীন

    May 3, 2025
    সোনার দাম

    টানা দুই সপ্তাহ দরপতনের পর সামান্য বেড়েছে সোনার দাম

    May 3, 2025
    সর্বশেষ সংবাদ
    প্রিয়াঙ্কা - ঐশ্বরিয়াদের -কারিনার
    প্রিয়াঙ্কা – ঐশ্বরিয়াদের সঙ্গে কেন কারিনার বিবাদ
    বিদ্যুৎ প্রকল্প
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জ্বালানি উপদেষ্টার
    অভিনেত্রী হিমাংশী খুরানার
    ’পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আমার যৌ.ন আকর্ষণ বেড়েছে ‘
    ইনফিনিক্স জিরো আল্ট্রা
    Infinix Zero Ultra 5G বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    নামাজের সময়সূচি ২০২৫
    নামাজের সময়সূচি : ৪ মে, ২০২৫
    Samsung
    Samsung Galaxy Z Fold 4 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    বিসিবি
    পলাতক ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার: বিসিবি সভাপতি
    স্যামসাং
    Samsung Galaxy Z Flip5 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    স্যামসাং Galaxy S23
    ৮GB RAM, ৪৫W ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং Galaxy S23
    Oppo Find X6 Pro
    Oppo Find X6 Pro বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.