আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। এ নিয়ে মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো তাকে নিশানা করে হামলা হলো। তবে এবারও তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু ট্রাম্পকে হত্যার ঘটনায় ইউক্রেনের নাম সামনে আসছে। বলা হচ্ছে, এই ঘটনায় আটক সন্দেহভাজন বন্দুকধারী রায়ান রুথের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ রয়েছে। যদিও তার সঙ্গে যোগসূত্রের কথা অস্বীকার করেছে কিয়েভ সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, আটক রায়ান রুথ ইউক্রেনের একজন কট্টর সমর্থক। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের জন্য তিনি বিদেশি স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়ার কথাও বলেছিলেন। তবে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় রায়ান রুথ ও ইউক্রেনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সোমবার (১৬ সেপ্টেম্বর) তার সঙ্গে যোগসূত্রের কথা অস্বীকার করেছে কিয়েভ।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাকে হত্যাচেষ্টার ঘটনায় ঘটে। গোলাগুলির সময় ওই মাঠেই ছিলেন ট্রাম্প। তবে এই হত্যাচেষ্টা বানচাল করে দেয় সিক্রেট সার্ভিস। এই ঘটনায় পর রায়ান রুথকে আটক করে মার্কিন পুলিশ।
গণমাধ্যম সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমের পোস্টে দেখা যায়, রায়ান রুথ (৫৮) ইউক্রেনের কট্টর সমর্থক। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠালো তিনি দেশটি সফর করেন।
তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ট্রাম্পকে হত্যাচেষ্টায় তাদের কোনো হাত নেই। অপপ্রচারের উদ্দেশ্যে ইউক্রেনের সঙ্গে রায়ান রাউথের যোগসূত্র করছে মস্কো। তবে ক্রেমলিনের দাবি, ট্রাম্পকে হত্যাচেষ্টা ও কিয়েভের জন্য মার্কিন সহায়তার মধ্যে যোগসূত্র রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।