বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ছে বলে দাবি করেছেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোবায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেম সায়েন্সের গবেষকেরা। নতুন গবেষণায় তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মাটির উষ্ণতা বাড়ছে। এতে সক্রিয় জীবাণুর উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।
সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে এ সংক্রান্ত প্রকাশ করা হয়। এতে মাটিতে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া কীভাবে বৈশ্বিক কার্বন চক্র ও জলবায়ুকে প্রভাবিত করছে, তা তুলে ধরা হয়।
গবেষণায় বলা হয়, মাটির উচ্চ তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ত্বরান্বিত করে। শুধু তা–ই নয়, উষ্ণতার কারণে বিভিন্ন সুপ্ত ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের পরিমাণ বেড়ে যায়।
এ বিষয়ে বিজ্ঞানী আন্দ্রেয়াস রিখটার বলেন, মাটি হল পৃথিবীর সবচেয়ে বড় জৈব কার্বনের আধার। বিভিন্ন অণুজীব নীরবে বিশ্বব্যাপী কার্বন চক্রকে প্রভাবিত করে। জৈব পদার্থ ভেঙে কার্বন ডাই–অক্সাইড মুক্ত করে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে অণুজীবগুলো বেশি সক্রিয় হয়। এর ফলে বেশি কার্বন ডাই–অক্সাইড নির্গত হয়।
২০১৯ সাল থেকে চলা এ গবেষণায় বিজ্ঞানীরা আইসল্যান্ডের একটি সাব আর্কটিক তৃণভূমি পর্যবেক্ষণ করেন। এতে তারা দেখতে পান, মাটির তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গত ৫০ বছরে সবচেয়ে বেশি বেড়েছে মাটির তাপমাত্রা। মাটিতে সক্রিয় ব্যাকটেরিয়া বাড়ার কারণে ভবিষ্যতে ফসলের ওপর বিরূপ প্রভাব পড়বে। নতুন ধরনের ব্যাকটেরিয়ার সঙ্গে কীভাবে ফসল মানিয়ে নেবে, তা নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা। সূত্র: ফিজিস ডট অর্গ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel