কেন হাসপাতালে হামলার ভিডিও পোস্ট মুছে ফেলল ইসরাইল

হাসপাতালে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা শহরের আল আহলি আরব হাসপাতালের বিস্ফোরণ নিয়ে পোস্ট করা ভিডিও কেন মুছে ফেলল ইসরাইল? এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি।

হাসপাতালে হামলা

মঙ্গলবার সংঘটিত বিস্ফোরণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে ইসরাইল সেনাবাহিনী। আবার কিছুক্ষণ পরেই সেটি মুছে দেয়। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ইসরাইলি রাষ্ট্রদূত মাইকেল হারজোগ ইসরাইল রাজ্যের অফিসিয়াল এক্সের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দাবি করা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি রকেট হাসপাতালে বিস্ফোরণ ঘটিয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের ভিজ্যুয়াল তদন্ত দলের সাংবাদিক আরিক টোলার ফুটেজটির যথার্থতা নিয়ে বিতর্ক করার পরে ভিডিওটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

টোলারের মতে, ইসরাইলি অ্যাকাউন্টগুলোর শেয়ার করা ভিডিওতে টাইম স্ট্যাম্পগুলো দেখায় যে, এটি বিস্ফোরণের কমপক্ষে ৪০ মিনিট পরে রেকর্ড করা হয়েছিল।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এবং লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস জানান, পোস্ট করা ভিডিওটি আইডিএফের সঙ্গে নয়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত।’

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের সাক্ষাৎকারে এ কথা বলেন। কেন ভিডিও মুছে ফেলা হয়েছে-এ বিষয়ে কনরিকাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনারা তাদের জিজ্ঞাসা করুন কী ঘটেছে, কেন তারা পোস্ট করেছে এবং কেন এটি সরিয়ে নেওয়া হয়েছে।’

গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান ফুটবলার মোহাম্মদ সালাহর (ভিডিও)

আরও বলেন, ‘আইডিএফের সঙ্গে সম্পর্কিত নয় এমন কিছু নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’ যদিও আইডিএফ দাবি করেছে, বিস্ফোরণটি হামাসের ব্যর্থ রকেট হামলার ফলে ঘটেছিল। বাহরাইন, মিসর, ইরান, ইরাক, লেবানন, সৌদি আরব এবং তুর্কির মতো দেশগুলো ইসরাইলি হামলাকে নিন্দা করেছে।