বিনোদন ডেস্ক : নতুন সিনেমার গান ‘তুম কেয়া মিলে’র ভিডিও শেয়ার করে একটি ঘটনা ফাঁস করে দিয়েছেন বলিউডি নায়িকা আলিয়া ভাট। সিনেমার পরিচালক করণ জোহর নাকি একটি কারণে তার কাছে বার বার ক্ষমা চাইছেন।
কী সেই কারণ?
কারণ জানতে গেলে স্মৃতিতে ভাসবে ভারতীয় হিন্দি সিনেমার গানের চিয়ারত একটি দৃশ্য। যেখানে শ্বেত-শুভ্র তুষারের মধ্যে গায়ে জবরদস্ত গরম পোশাক চাপানো নায়কদের বিপরীতে ফিনফিনে শিফনের শাড়ি বা সংক্ষিপ্ত পোশাকে হাসিমুখে নাচতে-গাইতে দেখা যায় নায়িকাদের।
এমন একটি দৃশ্যে সম্প্রতি দেখা গেছে নায়িকা আলিয়া ভাটকেও। করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ‘তুম কেয়া মিলে’ শিরোনামের গানের দৃশ্যায়নের সাত মিনিটের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন মহেশ ভাট কন্যা।
সেখানে তুষার আবৃত কাশ্মীরে আলিয়াকে কয়েক রঙা শিফনের শাড়িতে কয়েকবার দেখা যায়। আর কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা শিফন শাড়ি পরানোর জন্যেই করণ তার নায়িকার কাছে ক্ষমাপ্রার্থী।
মেয়ে রাহার জন্মের পর এই ছিল আলিয়ার প্রথম শুটিং। শেয়ার করা ভিডিওতে আলিয়ার রূপটানের দৃশ্য এবং কলাকুশলীদের সঙ্গে তার শুটিংয়ের প্রস্তুতি নিতেও দেখা গেছে।
এছাড়া ভিডিওতে আলিয়া ও করণকে একটি গাড়ির ভেতরে দেখা যায়। ভিডিওর ওই অংশে আলিয়া জানান, শুটিংয়ে ব্যবহৃত সব শাড়ি তিনিই বেছেছেন।
তখন করণ বলেন, “জেনে রাখুন, রণবীর পরেছিলেন একটি মোটা জ্যাকেটে, আর আলিয়া শিফন শাড়ি। আমি সত্যিই দুঃখিত। এটি অন্যায় হয়েছে।“
এর আগেও আলিয়ার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছিলেন করণ।
তিনি লিখেছিলেন, ‘আলিয়ার মেয়ের জন্মের পর এটিই তার প্রথম শ্যুট ছিল আর আমি ওকে মণীশ মালহোত্রার শিফন পরিয়ে কাঁপতে বাধ্য করেছি। তাই ক্ষমাপ্রার্থী…, আমি শুটিংয়ের মাধ্যমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম (সম্ভবত এটা আমার কাজের শাস্তি)। আর রণবীর নার্ভাস ছিলেন, কারণ পাহাড়ি এলাকায় এটাই তার প্রথম শুটিং ছিল।“
My first ever song vlog is out on YouTube! Go watch now 🤍https://t.co/mNMFzjMZnF
— Alia Bhatt (@aliaa08) July 11, 2023
করণের প্রত্যাবর্তনের সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ২৮ জুলাই। সিনেমাটি নিয়ে দর্শকরাও আগ্রহী।
সিনেমার ট্রেইলার প্রকাশের পর আলিয়া ভাটের মুখে বাংলা কথা ‘খেলা হবে’ এবং রণবীরের মজার মজার কাণ্ডকারখানাও সাড়া তুলেছে।
‘রকি রূপী’ রণবীর আর ‘রানি রূপী’ আলিয়ার এই প্রেম কাহিনীতে রয়েছে তারকার সমাহার; ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমীর সঙ্গে চূর্নী গাঙ্গুলী, টোটা রায় চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায়ের মত বাঙালি অভিনয়শিল্পীরাও রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।