রাতে ঘুমানোর সময় যেকারণে বেডরুমের দরজা বন্ধ করা উচিত?

বেডরুম

লাইফস্টাইল ডেস্ক : আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ

বেডরুম

৮৬. ২ ঘন্টা পরপর পানি পানের অভ্যাস গড়ে তুলুন। এ অভ্যাস আপনাকে সর্বদা সিক্ত রাখবে এবং আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে।

৮৭. বাড়িতে বাদামী চিনি তৈরি করতে চান? আপনি ১ কাপ সাদা চিনি এবং ২ চামচ গুড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন বাদামী চিনি।

৮৮. রাতে ঘুমানোর সময় কেন আপনার বেডরুমের দরজা বন্ধ রাখবেন? এমন হতে পারে গভীর রাতে আপনি যখন ঘুমাচ্ছেন তখন বাড়িতে আগুন লাগতে পারে। দরজা বন্ধ থাকলে আগুন ছড়িয়ে যেতে অতিরিক্ত সময় নিবে এবং বিষাক্ত ধোঁয়া ছড়াতে বিলম্ব হবে। আপনার নিরাপত্তার জন্যই এটা দরকার।

৮৯. আপনার ব্যবহার করা পারফিউমের গন্ধ বেশি সময় ধরে থাকছে না? কাপড়ে পারফিউম স্প্রে করার পূর্বে আপনি সামান্য ভেসলিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ব্যবহার করা পারফিউমের গন্ধ বেশি সময় ধরে টিকবে।

৯০. হট চকলেট ড্রিঙ্ককিং এর উপকারিতা জানেন? ২০০৭ সালে এক গবেষণায় দেখা গেছে, হট চকলেট ব্রেইনের গুরুত্বপূর্ণ জায়গায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও সজীবতা বাড়ায়। পাশাপাশি এটি পরের ২-৩ ঘন্টার জন্য আপনার মনযোগ বৃদ্ধি করবে।

বি. দ্র : সৃষ্টির আদি থেকে প্রতিনিয়ত যাপনপদ্ধতির পরিবর্তন করে সামনের দিকে এগিয়েছে মানুষের জীবনযাত্রা। আবশ্যকীয় সেই পরিবর্তনগুলো লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের ইতিহাসে। পাঠকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের স্বার্থে ধারাবাহিকভাবে নতুন যাপনপদ্ধতিগুলো পাঠকের কাছে তুলে ধরছে জুমবাংলা লাইফস্টাইল ডেস্ক। আগামী পর্বে থাকছে সেগুলোর ৯১-৯৫কিস্তি।