লাইফস্টাইল ডেস্ক : শাস্ত্র অনুযায়ী, দৈনন্দিন জীবনে এমন অনেক নিয়ম রয়েছে যেগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। এমনটা না হলে, সংসারে কুদৃষ্টি, অনাসৃষ্টি ইত্যাদি খারাপ প্রভাব পড়ে। একইভাবে বিয়ের পর স্ত্রীকে স্বামীর সর্বদা বাম পাশে শুতে হয়। এই প্রতিবেদনে এমন কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ জানেন ভারতের কোন রাজ্যের রাজ্য ভাষা হল ইংরেজি?
উত্তরঃ নাগাল্যান্ডের রাজ্য ভাষা হল ইংরেজি।
২) প্রশ্নঃ ভারতের কোথায় পৃথিবীর ৯০% হীরা কাটা ও পালিশ করা হয়?
উত্তরঃ গুজরাটের সুরাট শহরে।
৩) প্রশ্নঃ জানেন ভারতের সবথেকে চওড়া নদীর নাম কী?
উত্তরঃ ভারতের সবথেকে চওড়া নদীর নাম ব্রহ্মপুত্র।
৪) প্রশ্নঃ কোন দেশকে সিংহের শহর বলা হয়?
উত্তরঃ সিঙ্গাপুরকে সিংহের শহর বলা হয়। তবে মজার বিষয় হলো, এদেশের একটিও সিংহ পাওয়া যায় না।
৫) প্রশ্নঃ মানুষ জল না খেয়ে কতদিন বেঁচে থাকতে পারে?
উত্তরঃ মানুষ ১১ দিন জল না খেয়ে জীবিত থাকতে পারে।
৬) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি কাঠের নাম কী?
উত্তরঃ আফ্রিকান ব্ল্যাকউড হলো বিশ্বের সবচেয়ে দামি কাঠ।
৭) প্রশ্নঃ কত সালে বাঘকে ভারতের জাতীয় পশু বলে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৭৩ সালে বাঘকে ভারতের জাতীয় পশু বলে ঘোষণা করা হয়েছিল।
৮) প্রশ্নঃ গরিবের গরু কোন প্রাণীকে বলা হয়?
উত্তরঃ ছাগলকে গরিবের গরু বলা হয়।
৯) প্রশ্নঃ কোন পাখির ডিমের দাম ভারতে সবথেকে বেশি?
উত্তরঃ উট পাখির ডিমের দাম ভারতের সবথেকে বেশি।
১০) প্রশ্নঃ বিয়ের পর স্ত্রীকে কেন স্বামীর বাম পাশে শুতে হয়?
উত্তরঃ শাস্ত্র অনুযায়ী, সুস্থ জীবন যাপন বা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন যাপন করতে কিছু নিয়ম মেনে চলা উচিত। একই ভাবে আরও একটি গুরুত্বপুর্ণ বিষয় হলো যে ঘুমোনোর সময় স্ত্রী যেন সর্বদা স্বামীর বাঁ দিকে থাকে। কোনও ভাবেই স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমনো উচিত নয়। যদি ঘুমনোর সময় স্বামীর ডান দিকে স্ত্রী থাকেন তা হলে সংসারে সুখ সমৃদ্ধি নষ্ট হয়। সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে হলে ঘুমোনোর সময় অবশ্যই স্বামীকে ডান দিকে থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।