জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারা ছাত্রদের মাথার মুকুট মনে করে। কিন্তু সেটা মুকুটের মতো থাকতে হবে। ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা করবে।
জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ রোববার দুপুরে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ছাত্রদের মাথার মুকুট মনে করে বিএনপি। কিন্তু সেটা মুকুটের মতো থাকতে হবে। ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা করবে। বৈষম্যের আড়ালে আরেকটা বৈষম্য সৃষ্টি হলে তার মাশুল কীভাবে দিতে হবে, তা আগাম বলা যাচ্ছে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবো। এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ শতাংশ মানুষ ভোটে উপস্থিত হবে। ১৬ বছর ধরে জাতি অপেক্ষা করছে।
তাই আপনারা জাতির সামনে পরিষ্কার করুন, কতদিনে নির্বাচন দেবেন।’ এসময় জাতির সামনে নির্বাচন কবে হবে সেটা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গয়েশ্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।