লাইফস্টাইল ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিজাত এলাকাগুলোতে গেলেই এখন যে কারও খোলা জানালা দিয়ে ঘরে উঁকি দেওয়া যায়। সংকোচ ঝেড়ে আধখোলা দরজা বা জানালা দিয়ে একটু উঁকি দিলেই দেখা যায়, দেয়ালে বিশাল স্ক্রিনের ফ্ল্যাট টেলিভিশন, বৃত্তাকারে সাজানো দামি কাঠের সোফা, আরও অনেক চোখ ঝলসানো আসবাবপত্র। যেন এক বিলাসপণ্যের শোরুম!
তাঁরা বেখেয়ালে এভাবে পর্দা সরিয়ে রাখেন এমন নয়। খুবই সচেতনভাবে এটি করা হয়! আজকাল জানালার পর্দা খোলা রাখা বা একেবারেই পর্দা না রাখা আভিজাত্যের নিদর্শন। নতুন এক গবেষণায় চমকপ্রদ এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে বছরে ২০ হাজার ডলার থেকে ২৯ হাজার ডলার উপার্জনকারীদের তুলনায় গড়ে ১ লাখ ৫০ হাজার ডলার উপার্জনকারীদের মধ্যে পর্দা খোলা রাখার প্রবণতা এখন দ্বিগুণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, গবেষণায় জানালার পর্দা খোলা রাখা হয় এমন বেশ কয়েকটি ধনী পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে আমেরিকায় ঘরের পর্দা বেশ ব্যয়বহুল। এ থেকে ধারণা হতে পারে, যারা ধনী তারাই পর্দা কেনে। কিন্তু এর উল্টো চিত্র দেখা গেছে।
ঘরের অভ্যন্তরে যদি পর্যাপ্ত দামি আসবাব ও সাজসজ্জা থাকে তবে পর্দা খোলা রেখে তা বাইরের লোকদের সামনে প্রদর্শন করা যায়। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছে জাহির করা যায়— ঘর সাজানোতে আপনি কতটা রুচিশীল বা ব্যক্তি হিসেবে কতটা শৌখিন!
শুধু আমেরিকাতেই নয় পশ্চিম লন্ডনেও পর্দা ছাড়া বাড়িগুলোতে উঁকি দিলেই দেখা যায়, বিশাল পিয়ানো, দেয়ালের সঙ্গে লাগোয়া বাহারি বুকশেলফ, বিলাসবহুল সোফায় বসে থাকা বিলাসবহুল কুকুর। এসব দেখে যে কারওরই মনের মধ্যে বিলাসবহুল জীবনযাপনের আকাঙ্ক্ষা জাগতে পারে!
দেখানোর মতো গৃহসজ্জা না থাকলে আমেরিকানরা বাড়ির জানালা পর্দা দিয়ে ঢেকে রাখাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি সূর্যের আলো প্রবেশের মতোও ফাঁকা স্থান রাখা হয় না। ঘরের সাধারণ মানের মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, ফ্রিজ কে বাইরের মানুষকে দেখাতে চায়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।