শ্বেতার দুই সংসারে কেন বিচ্ছেদ হয়েছিল? জানালেন অভিনেত্রী

শ্বেতা তিওয়ারি

বিনোদন ডেস্ক : নব্বই দশকের ভারতীয় টিভি পর্দার অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত শ্বেতার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। টিভি পর্দায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দেয় অনুরাগীরা।

শ্বেতা তিওয়ারি

ব্যাক্তিজীবনে দুইবার বিচ্ছেদ হয়েছে শ্বেতার। দুই সন্তানকে নিয়ে প্রায়ই ছবি পোস্ট করেন। দুইবার কেন বিচ্ছেদ হয়েছে? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, অন্য ধর্মে বিয়ে করায় তার মা রীতিমতো তুলোধুনা করেছিলেন। প্রথম স্বামী রাজার বিরুদ্ধে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে নয় বছর সময় লেগেছিল শ্বেতার। তিনি জানান, প্রথম স্বামী রাজা তাকে নিয়মিত মারধর করতেন। শুটি সেটে গিয়েও ঝামেলা করতেন তিনি।

শ্বেতা আরও বলেন, ‘আমি মেয়ের জন্য খুব চিন্তায় ছিলাম। বড় হয়ে বাবার পরিচয় না পেলে সমাজ নানা কথা বলবে। কিন্তু পরে মনে হলো, মানসিক শান্তি না থাকলে সুখী হওয়া যাবে না। এই পরিস্থিতি সন্তানের জন্যও ভালো নয়। তার থেকে দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো।’

কোপার ফাইনালে গাইবেন শাকিরা

ভোজপুরী অভিনেতা রাজা চৌধুরীর সঙ্গে ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন শ্বেতা। ২০০৭-এ ডিভোর্স চেয়ে মামলা করেন। ২০১৩-এ আবার বিয়ে করেন শ্বেতা। পাত্র অভিনব কোহলি। তিন বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার দ্বিতীয় পক্ষের ছেলে রেনান্স কোহলি। ছয় বছর পর আলাদা হয় অভিনব-শ্বেতার পথ। শ্বেতার অভিযোগ, মেয়ে পলকের সঙ্গে খারাপ ব্যবহার করতেন অভিনব।