বিনোদন ডেস্ক : প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো অন্যান্য খবরের মতো শুধুই গুঞ্জন। সত্যি সত্যি বিয়ে ভাঙছে না তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তবে যা রটেছে, তার কিছুটা নয়, বরং ঘটল পুরোটাই। প্রথমে চুপ থেকেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ভাঙা নিয়ে সবটা বললেন আজ কি রাত খ্য়াত অভিনেত্রী তামান্না ভাটিয়া।
কয়েকদিন আগেই গোটা বলিউডে রটে যায়, তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার বিয়ে ভাঙার খবর। যে প্রেমিক জুটি নিয়ে বহুদিন থেকেই বলিপাড়ায় উত্তেজনা ছিল, সেই জুটির ব্রেকআপের খবর ছড়িয়ে পড়ার পর হতাশ হয়েছিল নেটপাড়া। এর নেপথ্যে কারণ খুঁজতে গিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়াকে সোজা প্রশ্ন। আর উত্তরে তামান্না যেন, বিজয় ভার্মার মুখোশ টেনে খুললেন।
এই সাক্ষাৎকারে তামান্না জানালেন, ভালাবাসা ও সম্পর্ক এই দুটো অনেকেই গুলিয়ে ফেলে। শুধু নারী বা পুরুষের সম্পর্ক বা ভালোবাসা নয়। তবে হ্যাঁ, প্রেম সবসময়ই একতরফা হয়। এর থেকে বন্ধুত্বই ভালো।
তামান্না স্পষ্টই জানিয়েছেন, তিনি নাকি বিয়ের জন্য একেবারে তৈরি ছিলেন। কিন্তু বেঁকে বসেন বিজয়। বিজয় নাকি জানিয়েছেন, তিনি এখন বিয়ের জন্য তৈরি নন। আর সেই কারণেই বিয়ে ভাঙেন তামান্না। প্রেম করার সময় নাকি, মনের ভিতরের আসল ইচ্ছাটা কখনই ফাঁস করেননি বিজয়। তামান্নার কাছে এটা একেবারেই উচিত করেননি অভিনেতা।
স্ত্রী ২ ছবির আইটেম গান আজ কি রাত-এ পারফর্ম করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তামান্না। আট থেকে আশি তামান্নার রূপেই কাবু। অন্যদিকে খুব অল্প সময়ের মধ্য়েই ভালো অভিনেতা হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয়। জুটি হিসেবেও তাঁদের বেশ মানাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।