স্পোর্টস ডেস্ক : ৬, ৬, ৬, ৬, ৬, ওয়াইড এবং আবারও ৬। এক ওভারে উঠল ৩৭ রান! ঘটনাটি ঘটেছে হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে।
ভারতের রবিন উথাপ্পার ওভারে বৈধ ৬ বলের সবকটিই বাউন্ডারি ছাড়া করেন ইংল্যান্ডের রবি বোপারা। সাবেক ইংলিশ অলরাউন্ডার ব্যাট হাতে রীতিমতো কচুকাটা করলেন ভারতীয় অলরাউন্ডারকে। বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বোপারা।
গতকাল (শনিবার) শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে এক উইকেট হারিয়ে ১২০ রান করে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেটে ১০৫ রানে থামে ভারত। তাতে ইংলিশরা জয় পেয়েছে ১৫ রানে।
𝗪𝗮𝘁𝗰𝗵 𝗼𝘂𝘁! ⚠️
The skipper of England, Ravi Bopara is raining sixes in Hong Kong!🔥#HongKong #AsiasWorldCity #Cricket #ItsRainingSixes pic.twitter.com/mDckwXkeEP
— Hong Kong Sixes (@HongKongSixes) November 2, 2024
শুরুতে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রবি বোপারা। তার ঝড়টা বয়ে গেছে মূলত উথাপ্পার ওপর দিয়ে। ভারতীয় অলরাউন্ডারের ওভারের প্রথম পাঁচটি ডেলিভারিতে পাঁচ ছক্কার পর একটি ওয়াইড বল হয়। ওভারের শেষ বলে ফের ছক্কা হাঁকান বোপারা।
১৪ বলের ইনিংসে ৮টি ছক্কার মারে ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন বোপারা। পাঁচটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ৫১ রান করেন বোপারার সঙ্গী সামিত প্যাটেল। আর তাতেই ৬ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয় ইংল্যান্ড।
রান তাড়ায় নেমে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ভারত। নির্ধারিত ৬ ওভারের ম্যাচে ৩ উইকেটে ১০৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। টুর্নামেন্টটিতে এখনও পর্যন্ত জয়ের মুখই দেখেনি ভারত। পাকিস্তান ও আরব আমিরাতের পর এবার ইংল্যান্ডের কাছেও হেরেছে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।