আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে তাঁর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১৪ ডিসেম্বর নয়ডার একটি থানায় এ মামলাটি দায়ের করেছেন বিন্দ্রার শ্যালক বৈভব কোয়াত্রা। বিবেক বিন্দ্রার ইউটিউবে ২০ কোটি ১৪ লাখ ফলোয়ার এবং ইনস্টাগ্রামে ৩৯ লাখ অনুসারী রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৈভব জানিয়েছেন, ললিত মানগর হোটেলে এই বছরের ৬ ডিসেম্বর বিবেক বিন্দ্রার সঙ্গে তার বোন ইয়ানিকার বিয়ে হয়েছিল। ইয়ানিকা এবং বিন্দ্রা নয়ডার সেক্টর ৯৪-এ অবস্থিত সুপারনোভা ওয়েস্ট রেসিডেন্সিতে থাকতেন। গত ৭ ডিসেম্বর বিন্দ্রা ও তাঁর মায়ের ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হন ইয়ানিকা। পরদিন ইয়ানিকা ও তাঁর ভাই নয়ডার ১২৬ সেক্টর থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এরইমধ্যে বিন্দ্রার স্ত্রীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৈভব পুলিশকে জানিয়েছে যে, বিবেকের মারধরের কারণে তাঁর বোন গুরুতর আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।