জুমবাংলা ডেস্ক : নাটোরের সিংড়ায় আবু বক্কর সিদ্দিক নামের এক কারিগরি শাখার কর্মচারীর বিরুদ্ধে সিনিয়র নারী শিক্ষক গোলেনূর আব্বাসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ডেমোনেস্টটর (প্রদর্শক) ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
সম্প্রতি প্রতিষ্ঠানের সভাপতি ও ইউবনেওর কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ করেন ওই শিক্ষিকা ও এলাকাবাসী।
জানা গেছে, আবু বক্কর সিদ্দিক দীর্ঘ ১৫ বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে অধিকাংশ সময় প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। হাজিরা খাতায় তার পরিবর্তে স্বাক্ষর করেন তার স্ত্রী একই প্রতিষ্ঠানে কর্মরত ট্রেড শিক্ষক শিউলি খাতুন।
চলতি মাসের ৫ তারিখে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় স্টাফ রুমে ঢুকে সিনিয়র শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিবাদ করায় সিনিয়র নারী শিক্ষক গোলেনূর আব্বাসের সঙ্গেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন কর্মচারী আবু বক্কর সিদ্দিক।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মচারী আবু বক্কর সিদ্দিকের মুঠোফোন কল দিলে বন্ধ পাওয়া যায়। তার স্ত্রী শিউলি খাতুন বলেন, তার স্বামী একটু বাহিরে আছেন তাই ফোন বন্ধ রয়েছে। আর স্বামীর হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।