বিনোদন ডেস্ক : অস্কার অনুষ্ঠান চলাকালীন উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য একাডেমি ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
তবে উইল স্মিথই প্রথম ব্যক্তি নন যাকে একাডেমি নিষিদ্ধ করেছে। এর আগেও একাধিক ব্যক্তি অস্কারের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। একাধিক কারণে শাস্তির মুখে পড়তে হয়েছিল ওই সব তারকাদের।
কারমিন কারিডি-
২০০৪ সালে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ‘দ্য গডফাদার পার্ট ২’ খ্যাত অভিনেতাকে নির্বাসিত করা হয়। তিনিই প্রথম অভিনেতা যাকে এই শাস্তি দেওয়া হয়।
হার্ভে ওয়েনস্টাইন-
হলিউডের এই প্রযোজকের বিরুদ্ধে একের পর এক যৌ ন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তার জেরেই নির্বাসনের সিদ্ধান্ত নেয় অস্কার কমিটি।
বিল কসবি-
জনপ্রিয় এই কমেডিয়ানের বিরুদ্ধেও যৌ ন হেনস্তার অভিযোগ উঠেছিল। নির্বাসিত করা হয় তাকে।
রোমান পোলানস্কি-
কসবির মতোই প্রখ্যাত এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় তাকে নির্বাসিত করা হয়।
অ্যাডাম কিমেল-
নাবালকদের যৌ ন হেনস্তার অভিযোগ ওঠে হলিউডের এই সিনেমাটোগ্রাফারের বিরুদ্ধে। ২০২১ সালে তাকে নির্বাসিত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।