অস্কারজয়ী উইল স্মিথের নায়িকা এবার পাকিস্তানের মাহিরা

উইল স্মিথের নায়িকা

বিনোদন ডেস্ক : উইল স্মিথের কথা মনে আছে? এই তো চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় কষিয়ে দিয়ে যিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ওই আসরে তিনি সেরা অভিনেতা বিভাগে অস্কারও জিতেছিলেন। সেই অস্কারজয়ী হলিউড অভিনেতার বিপরীতে এবার অভিনয় করতে চলেছেন জনপ্রিয় পাকিস্তানি নায়িকা মাহিয়া খান।

উইল স্মিথের নায়িকা

ইনি সেই মাহিরা, ২০১৭ সালে যিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করে ভারতেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এবার তার অভিষেক হতে চলেছে হলিউডের ছবিতে। তাও অস্কারজয়ী উইল স্মিথের বিপরীতে। এই ছবির প্রযোজকও উইল। বহুল পঠিত উপন্যাস ‘ব্রিলিয়ান্স’ থেকে একই নামে সিনেমাটি বানাতে চলেছেন এই হলিউড তারকা।

শাড়ির সাথে সাহসী ব্লাউজ পড়ে ঝড় তুললো অভিনেত্রী মোনালিসা

আনুষ্ঠানিক ঘোষণা না এখনো এলেও শোনা যাচ্ছে, ছবিটিতে দেখা যাবে মাহিরাকে। পাকিস্তানি এই নায়িকার সঙ্গে উইল স্মিথের প্রযোজনা সংস্থার আলোচনা নাকি শেষ পর্যায়ে আছে। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে মাহিরা অভিনীত ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’। বড় বাজেটের এই ছবিটি ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘মওয়া জাট’-এর রিবুট।