বিনোদন ডেস্ক : অনাকাঙ্ক্ষিত ব্যবহারের জন্য উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে অস্কার কমিটি। ক্রিস রককে আঘাত করার প্রতিক্রিয়া হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর পুরোনো। তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ উইল স্মিথকে গ্রেফতার করতে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন অস্কার প্রযোজক উইল প্যাকার।
গতকাল বৃহস্পতিবার এবিসি নিউজের সাক্ষাতকারবিষয়ক অনুষ্ঠান গুড মর্নিং আমেরিকায় প্যাকার বলেন, পুলিশ জানিয়েছে তারা স্মিথকে গ্রেফতার করতে চায়। আমরা চাইলে অভিযোগ করতে পারি। যেকোনো সময় উইল স্মিথকে গ্রেফতারে তারা প্রস্তুত।
গত রোববার রাতে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে উইল স্মিথের চড়ের শিকার হন মার্কিন কমেডিয়ান ক্রিস রক। পুরো বিষয়টিকে খুব সাধারণ ভাবেই এড়িয়ে যাচ্ছেন তিনি। উইল প্যাকার বলেন, ঘটনার পর তিনি কিছুটা বিমর্ষ ছিলেন। কিন্তু বলেছিলেন, তিনি ভালো আছেন। একটা সময় আমিও রককে বলেছিলাম বিষয়টি তাদের (পুলিশ) সমাধান করতে দিতে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ রকের কাছে জানতে চেয়েছিল তারা উইল স্মিথের বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেবে কিনা। কিন্তু রক বলেছিলেন, তিনি তা চান না। রোববার রাতের পর লস অ্যাঞ্জেলেস পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা ওই ঘটনার সম্পর্কে জানতে পারে। ক্রিস রক নিজেও বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে অস্বীকার করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার অস্কার প্রযোজক উইল প্যাকার যেসব কথা বলেছেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। তবে তারা জানিয়েছে, অভিযোগ পেলেই উইল স্মিথকে গ্রেফতার করা হবে। এদিকে, অস্কারের মঞ্চে ক্রিস রককে আঘাতের ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে আমাদের নীতি এবং ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে ব্যবস্থা নেবে কমিটি।
একাডেমির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হুপি গোল্ডবার্গ জানিয়েছেন, তারা স্মিথের অস্কার কেড়ে নিতে পারেন। কোনো না কোনো পদক্ষেপ নেয়া হবে। এমনো হতে পারে কয়েক বছরের জন্য স্মিথকে অস্কার নমিনেশন দেয়া হবে না।
গত সোমবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। নিজের কাজকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে তিনি বলেছেন, আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা রাখি, ক্রিস। আমি সীমা ছাড়িয়েছি এবং ভুল করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।