বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ডিফল্ট ব্রাউজার হিসেবে উইন্ডোজ ১১-তে সুইচ বা পরিবর্তন সহজতর করল মাইক্রোসফট। চলতি সপ্তাহেই উইন্ডোজ ১১-এর নতুন আপডেটে পরিবর্তন আনা হয়েছে। এখন ব্যবহারকারী চাইলে এক ক্লিকেই তার ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করতে পারবেন। গত ডিসেম্বরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এবার এ পরিবর্তন আনা হলো। খবর দ্য ভার্জ।
প্রকৃতপক্ষে মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ ও ১১-তে ব্রাউজার পরিবর্তনের বাটনটি বাদ দিয়েছিল। বিশেষ করে উইন্ডোজ ১১-এর ব্যবহারকারীদের অনেকটা বাধ্য হয়েই মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করতে হতো, কিন্তু অন্যান্য ব্রাউজার প্রতিষ্ঠান যেমন মজিলা, ব্রেভ ও গুগলের কঠোর সমালোচনার কারণে পরে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।
বর্তমানে উইন্ডোজ ১১-তে ডিফল্ট অ্যাপ সেকশন রয়েছে। সেখান থেকে ব্রাউজার সার্চ করে সিলেক্ট করলে জিজ্ঞেস করা হবে। আর এই সব কাজই হবে একটি ক্লিকের মাধ্যমে।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে মাইক্রোসফট অন্যান্য প্রতিষ্ঠানের সমালোচনাগুলো বেশ গুরুত্বের সঙ্গে দেখেছে। প্রতিষ্ঠানটি খুব ধারাবাহিকভাবেই প্রতি মাসে উইন্ডোজ ১১ আপডেট করে যাচ্ছে। এ আপডেটগুলোয় থাকছে বড় বড় পরিবর্তনও। আগামী ৫ এপ্রিল মাইক্রোসফটের ইভেন্টে একটি বড় রকমের পরিবর্তনের পরিকল্পনা আছে বলে জানায় তারা।
৩০ মিনিটেই ৪ মোবাইল অপারেটরের কাছে সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।