বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউন্ডোজ ১১ তে নতুন ‘ফ্লুয়েন্ট’ ইমোজি এনেছে মাইক্রোসফট। অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু বাগের সমাধান করতে এবং নতুন ইমোজি যোগ করতে নতুন একটি আপডেট উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
তবে, বছরের শুরুতে ৩ডি ইমোজি’র কথা বললেও Windows 11 যোগ হচ্ছে ২ডি ইমোজি। Windows 11-তে সদ্য যোগ হয়া ইমোজিগুলোর মধ্যে আলোচিত ‘ক্লিপি’ ইমোজিও আছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। নতুন করে ডিজাইন করে ইমোজিটিতে আরও উজ্জল রঙ ব্যবহার করা হলেও উপস্থাপনা ৩ডি না হওয়ায় ইমোজিটি “প্রত্যাশা অনুযায়ী নজরে পড়ার মতো হয়নি” বলে মন্তব্য করেছে সাইটটি।
মাইক্রোসফট বলছে, “নতুন ইমোজিগুলো শুধু Windows 11-তে পাওয়া যাবে এবং এগুলো ২ডি।”
ভার্জ বলছে, বছরের শুরুতে মাইক্রোসফট যে ৩ডি ইমোজি দেখিয়েছিল তা আদৌ Windows 11-তে আসবে কি না সে বিষয়টি পরিষ্কার নয়। মাইক্রোসফটের কালার ফন্ট ফরম্যাটের কারিগরি সীমবদ্ধতা ৩ডি ইমোজির অনুপস্থিতির কারণ হতে পারে বলে জানিয়েছে সাইটটি।
অ্যাপল ইমোজি রেন্ডার করার জন্য বিটম্যাপ ব্যবহার করলেও মাইক্রোসফট এ কাজে ভেক্টর ব্যবহার করে, যাতে ইমোজির ডিজাইনগুলো ‘সমতল’ হলেই সুবিধা হয়।
তবে, ‘মাইক্রোসফট টিমস’র মতো পণ্যগুলোতে এখনও ‘ফ্লুয়েন্ট’ ইমোজির ৩ডি এবং অ্যানিমেটেড সংস্করণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নতুন ইমোজিগুলো ব্যবহার করতে হলে অপারেটিং সিস্টেম এ আপগ্রেড করতে হবে বলে জানিয়েছে ভার্জ। নতুন ইমোজিগুলো উইন্ডোজ ১০-এ যোগ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাইক্রোসফট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।