ধীরে ধীরে কমছে তাপমাত্রা, আসছে শীতের হাওয়া

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমবে।

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে। লঘুচাপ সৃষ্টির পর দেশে বৃষ্টিও হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিদায় নিচ্ছে। আর হিমালয় থেকে আসতে শুরু করেছে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে আস্তে আস্তে তাপমাত্রা কমে শীতের মৌসুম শুরু হবে।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর সারা দেশ প্রায় বৃষ্টিহীন। বুধবার শুধু সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্র ও শনিবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে ঢাকায় সর্বনিæ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।