তারবিহীন ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে রিলায়েন্স জিও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার বাসা ও অফিসের জন্য তারবিহীন (ওয়্যারলেস) ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছে ভারতের টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে জিও এয়ারফাইবার।

সাধারণ সভায় রিলায়েন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি এই ঘোষণা দেন। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে এই সেবা চালু হবে বলে জানানো হয়েছে।

গত বছরের ৪৫তম সাধারণ সভাতেই জিও ঘোষণা দিয়েছিল এই এয়ারফাইবার ব্যবহারকারীরা অপটিক্যাল ফাইবারের মতো গতির ইন্টারনেট সেবাই পাবেন।

কম বিলম্বের পাশাপাশি উচ্চ ব্যান্ডউইথ সুবিধা পাবেন এই তারবিহীন ইন্টারনেট ব্যবহারকারীরা। ভিডিও স্ট্রিমিং, গেমিং ও ভিডিও কনফারেন্সেও হবে ভালো মানের। এই সেবায় থাকবে প্যারেন্টাল কন্ট্রোল (শিশুদের নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার)। এটা ওয়াইফাই ৬ সমর্থন ছাড়াও আরো অনেক সুবিধা নিশ্চিত করবে বলে দাবি রিলায়েন্সের।

জিও এয়ারফাইবার ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করবে। এতে ব্যবহারকারীরা ১জিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে