রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পাংশা মডেল থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এর পরপরই অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার ওসি সালাউদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া কিশোর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ও ভুক্তভোগী দুজনেই ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ছাত্র প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ বুধবার কলেজের ওয়াশরুমে ছাত্রীটিকে ধর্ষণ করেন তিনি।
ঘটনার পর বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে দুই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়। পরে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
পুলিশ জানায়, আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।