বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত এই Lambretta Elettra স্কুটার কিন্তু তার ক্লাসিক চার্ম ধরে রেখেছে। Lambretta মানেই স্টাইলিশ স্কুটার, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে শুধু লুকই নয়। সংস্থাটি জানিয়েছে, এই স্কুটার তার চালকদের দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা দেবে। স্কুটারটির মোট তিনটি রাইডিং মোড রয়েছে- ইকো, রাইড এবং স্পোর্ট। চালকরা নিজেদের পছন্দ এবং সুবিধার কথা মাথায় রেখে যে কোনও একটি মোড বেথে নিতে পারেন।
দেরিতে হলেও ইলেকট্রিক স্কুটার মানুষের মন জয় করছে। পেট্রল চালিত স্কুটার এতদিন যাঁরা চালিয়ে আসছেন, তাঁরাও কোথাও না কোথাও বিদ্যুচ্চালিত স্কুটার কিনতে আগ্রহ প্রকাশ করছেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিক সংস্থা ধীরে ধীরে তাদের ইলেকট্রিক স্কুটারগুলিকে লঞ্চ করছে। Lambretta এবার দুর্দান্ত একটি বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে, যার নাম Elettra। এই Lambretta Elettra ইলেকট্রিক স্কুটারে রয়েছে চমৎকার কিছু ফিচার্স। স্কুটারের লুক যেমন আকর্ষণীয়, তেমনই তার ব্যাটারিও দুর্ধর্ষ।
একাধিক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত এই Lambretta Elettra স্কুটার কিন্তু তার ক্লাসিক চার্ম ধরে রেখেছে। Lambretta মানেই স্টাইলিশ স্কুটার, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে শুধু লুকই নয়। সংস্থাটি জানিয়েছে, এই স্কুটার তার চালকদের দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা দেবে। রয়েছে একটি চার-কিলোওয়াট মোটর, যা 11 kWতে পিক করতে পারে। এর অর্থ হল স্কুটারটি প্রতি ঘণ্টা 110 কিলোমিটার স্পিডে দৌড়তে পারে, যা শহুরে এবং গ্রাম্য চালক উভয়ের জন্যই আদর্শ।
স্কুটারটির মোট তিনটি রাইডিং মোড রয়েছে- ইকো, রাইড এবং স্পোর্ট। চালকরা নিজেদের পছন্দ এবং সুবিধার কথা মাথায় রেখে যে কোনও একটি মোড বেথে নিতে পারেন। এদের মধ্যে ইকো মোড হল দক্ষতা এবং স্থায়িত্বের জন্য। এই মোডে চালকরা এক চার্জে 127 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। রেঞ্জ ও স্পিডের এই ফ্লেক্সিবিলিটি বিভিন্ন রাইডারের কাছে স্কুটারটিকে সেরার সেরা বিকল্প করে তুলেছে।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই Lambretta Elettra ইলেকট্রিক স্কুটারের 4.6 কিলোওয়াট ঘণ্টার লিথিয়াম ব্যাটারি, যা একবার চার্জ হতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় নেয়। আবার পাবলিক চার্জিং স্টেশনে ফাস্ট চার্জিংয়ের অপশন থাকলেও মিলবে আর এক সুবিধা। মাত্র 36 মিনিটের চার্জিংয়েই এই স্কুটারটি 80% চার্জ হয়ে যাবে।
আরোহীদের আরাম এবং সুবিধার দিকেও মনোযোগ দিয়েছে ল্যামব্রেটা। Elettra এর আসনের উচ্চতা খুব সহজেই অ্যাক্সেসযোগ্য। পাশাপাশি 135 কেজি ওজন হওয়ার ফলে স্কুটারটি পরিচালনা করাও খুব সহজ। 12 ইঞ্চির চাকার সাহায্যে চালিত হয় এই স্কুটার। তবে এই Lambretta Elettra ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।