কেরিয়ারের সবথেকে ব্যয়বহুল ছবিতে অভিনয় করছেন বরুণ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধবন বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘বাওয়াল’-এর শ্যুটিংয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কপূরকে। জানা যাচ্ছে, এই ছবিই তাঁর কেরিয়ারের সবথেকে ‘ব্যয়বহুল’ ছবি। এই ছবির এক এক দিনের খরচ সম্পর্কে কোনও ধারণা আছে?

সবথেকে ব্যয়বহুল ছবিতে অভিনয় করছেন বরুণ ধবন-

সম্প্রতি ‘বাওয়াল’ ছবির এক ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে যে, ‘প্যারিস, বার্লিন, পোল্যান্ড, আমস্টারডম, ক্রকো, ওয়ারস-এর জায়গায় শ্যুটিং করার ফলে আমরা সবথেকে ব্যয়বহু ছবির শ্যুটিং করছি। এই সমস্ত জায়গায় শ্যুটিং করার খরচ অনেক। এটা একটা খুবই মিষ্টি প্রেমের গল্প। আর আমরা শীঘ্রই ওয়ারসতে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করব। জার্মানি থেকে আমাদের অ্যাকশন ডিরেক্টর এবং স্টান্টম্যানেরা এসেছেন। প্রতিদিন সাতশোরও বেশি লোকজন নিয়ে শ্যুটিং করতে হচ্ছে। তাই খরচও হচ্ছে অনেক। নীতেশ স্যর ও সাজিদ স্যর দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য় অন্য মাত্রায় চিন্তাভাবনা করেছেন।’

সেই সূত্র থেকে আরও বলা হচ্ছে, ‘বরুণ ধবনের এই ছবির এক একটি অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের জন্য আনুষাঙ্গিক আরও অনেক জিনিসপত্র লাগছে। গ্রেনেড, ছুরি, বিভিন্ন ধরনের বিস্ফোরক লাগছে। যাঅত্যন্ত প্রয়োজনীয়। এক এক দিনের শ্যুটিংয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা খরচ হচ্ছে। আর এই শিডিউল আগামী আরও ১০দিন রয়েছে। বরুণ ধবনের কেরিয়ারে এটাই সবথেকে ব্যয়বহুল ছবি।’

প্রসঙ্গত, ‘বাওয়াল’ ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের ব্যানারে এটি তৈরি হচ্ছে। সাজিদ নাদিয়াদওয়ালা ছাড়াও এই ছবি প্রযোজনা করছে আর্থস্কাই পিকচার্স। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। আগামী বছর ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘বাওয়াল’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধবন ও জাহ্নবী কপূরকে।

এই যোগ্যতাটি থাকলে বিয়ে করতে পারবেন জাহ্নবীকে!