বিনোদন ডেস্ক: সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণা সাহা। সেই কারণেই বেশ কিছুদিন বন্ধ ছিল মাতঙ্গী ওয়েব সিরিজের কাজ। তবে হালে রোশনি ভট্টাচার্যকে নিয়েই শুরু হয়েছে ক্যামেলিয়া এবং ওয়ার্কশপের যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজের কাজ।
সোমবার থেকেই মাতঙ্গীর সেটে যোগ দিয়েছেন রোশনি। তৃতীয়দিনে দাঁড়িয়ে কেমন অভিজ্ঞতা তার? প্রশ্নে রোশনির সহাস্য উত্তর, ‘ভীষণ ভালো লাগছে কাজটা করে। ব্যস্ততার ফাঁকে আমরা আড্ডা দিচ্ছি। মজা করছি।’
এর আগে তিনদিন ওই সিরিজের শ্যুটিং করেছিলেন তৃণা সাহা। প্রযোজনা সংস্থার অভিযোগ ছিল, সেই সময়ের মধ্যেই সোহিনী সরকারের সঙ্গে তার মনোমালিন্যের সূচনা হয়। যার জেরে শেষ পর্যন্ত তৃণা চিৎকার-চেঁচামেচি করে সেট ছাড়েন। তার পরিবর্তে রোশনিকে আনা হয়েছে।
এ প্রসঙ্গ উঠলে রোশনি বলেন, ‘আমি দু’দিন হল এখানে যোগ দিয়েছি। অপমানের বিষয়টা যার যার পার্সপেক্টিভের উপর নির্ভর করে। তবে আমার কাজ করার ক্ষেত্রে কোনওরকম অসুবিধা হচ্ছে না।’
সোহিনী সরকারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? নায়িকার কথায়, ‘দারুণ! এই তো কিছুক্ষণ আগেই একটা শট দিয়ে এলাম। আমার তো বেশ মজাই হচ্ছে। সোহিনীদিকে (সরকার) বন্ধুদের মারফত চিনতাম। তবে এখানে এসে সরাসরি পরিচয় হয়েছে।’
তাঁর সংযোজন, ‘তাছাড়া উনি তো অসম্ভব ভালো অভিনেত্রী। দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পান। সেটা তো ভালো অভিনয়ের জন্যই। ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমি ভালো করে কাজটা শেষ করতে চাই। সবে দু’টো দিন হয়েছে। তবে আমরা গল্প, হাসি, মজা, ঠাট্টার মধ্যে দিয়েই কাজটা করছি।’
সোহিনীর পাশাপাশি সিরিজের অপর দুই অভিনেত্রী রণিতা দাস এবং দেবশ্রী গাঙ্গুলীর সঙ্গেও রোশনির কাজের অভিজ্ঞতা ভালো। তাদের সঙ্গেও মাতঙ্গীর সেটেই প্রথমবার আলাপ হয়েছে মিসেস আন্ডারকভার খ্যাত অভিনেত্রীর। তাদের সঙ্গেও আড্ডা দিয়ে বিন্দাস মুডে শ্যুট করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।