জুমবাংলা ডেস্ক : নির্বাচিত সরকার না থাকলে দেশ অনেক ধরনের ঝুঁকিতে থাকে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকলে দেশে অনেক ধরনের ঝুঁকি থাকে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতেই হবে। তবে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে যেন আবারও কোনো সমস্যা তৈরি না হয়।’
নুরুল হক নুর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের যে স্পিরিটি ছিল, শুরুটা ছিল একটি যৌক্তিক ছাত্র আন্দোলন। ক্রমাগত রাষ্ট্রীয় বাহিনী, সরকারি দল, তাদের দমন-পীড়ন এবং সবশেষ পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দেওয়া-যেটি সমস্ত মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সেখানে সবাই রাজপথে নেমেছে।’
তিনি বলেন, ‘আগস্টের শুরুতে—১, ২, ৩ বা ৪ তারিখের মধ্যে— এই আন্দোলন ছাত্র আন্দোলন ছাড়িয়ে এটি স্পষ্টভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের দাবি হয়ে ওঠে। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না।’
নুরুল হক নুরের মতে, ‘যদি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না করে তড়িঘড়ি নির্বাচন করা হয়, তাহলে আবারও বড় ধরনের গণ-অভ্যুত্থানের সম্মুখীন হতে পারে দেশ। তাই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে নির্বাচন আয়োজন করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘আমাদের যদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হয়, তাহলে উচ্চকক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতিমালার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।’
পার্বত্য এলাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে পার্বত্য জেলায় অস্থিরতা চলছে। ৫০ বছরেও এর সমাধান হয়নি। জাতীয় নিরাপত্তার জন্য এসব সমস্যা সমাধান অত্যন্ত জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।