খেলাধুলা ডেস্ক : আগের ম্যাচে শেষ মুহূর্তে জয় হাতছাড়া করা লিভারপুল এবারও কিছুটা খেই হারিয়েছিলো। তৈরি হয়েছিলো শঙ্কা। একটি গোলও হজম করে। তবে বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেয়নি।
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের চ্যালেঞ্জ সামলে জয়ের পথে ফিরল আর্না স্লটের দল। প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে রবিবার ২-১ গোলে জিতেছে লিভারপুল।
লুইস দিয়াসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন মাথেউস কুইয়া।
আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে উলভস নামে পরিচিত দলটির মাঠেও একই ব্যবধানে জিতেছিল লিভারপুল।
শনিবার আর্সেনাল নিজেদের ম্যাচে জিতে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমায়। এবারের জয়ে সেটা আবার পূর্বের অবস্থায় নিল লিভারপুল; ২৫ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬০। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মিকেল আর্তেতার দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।