বিচিত্রজগৎ ডেস্ক : বিশ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করার পর মৃত্যু হয়েছে এক নারীর। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শেষ সপ্তাহে অ্যাশলে নামের এক নারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গরম থেকে এসে ক্লান্ত লাগার পর তিনি ২০ মিনিটের পর ২ লিটার পানি পান করেন। এরপর অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাশলে হাইপোনাট্রেমিয়ায় মারা গেছেন। রক্তে সোডিয়ামের মাত্রা কমে গেলে এটি হয়।
অ্যাশলের বড় ভাই ডেভন মিলার বলেন, ২০ মিনিটের মধ্যে সে ২ লিটার পানি পান করেছিল। তাঁর মৃত্যুতে আমরা সবাই ধাক্কা খেয়েছি। অ্যাশলের মস্তিস্ক ফুলে গিয়েছিল। চিকিৎসরকাও বুঝতে পারছিলন যে কী হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, হাইপোনাট্রেমিয়ায় মারা যাওয়ার ঘটনা খুব বিরল। কম সময়ে কিডনি যখন বেশি পানি গ্রহণ করে তখন এ সমস্যা দেখা দেয়। এসময় শরীর ব্যথা,বমি বমি ভাব ও মাথা ব্যথা দেখা যায়।
স্থানীয় টক্সিকোলজিস্ট ড. ব্ল্যাক ফ্রোবার্গ বলেন, হাইপোনাট্রেমিয়ায় মৃত্যু ঘটনা বিরল। অতিরিক্ত পরিশ্রম করে আসার পর বা প্রচণ্ড তাপে এ ঘটনা বেশি ঘটে। যদি রক্তে সোডিয়াম কম থাকে তাহলে বেশি পানি পান মৃত্যুর কারণ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।