আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আকাশে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি ফ্রন্টিয়ার এয়ারলাইনসের ফ্লাইটটি কলোরাডো থেকে ফ্লোরিডায় যাচ্ছিল। ওই ফ্লাইটের এক যাত্রীর হঠাৎ প্রসববেদনা ওঠায় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন উড়োজাহাজকর্মীরা।
সন্তানসম্ভবা সেই নারীকে প্রসবে সহায়তা করে “বীরের” মর্যাদা পেয়েছেন ফ্রন্টিয়ার এয়ারলাইনসের ফ্লাইটের ডায়ানা গিরালডো নামের এক কর্মী। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই যাত্রী নবজাতকের নাম রেখেছেন “স্কাই”।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে মধ্য আকাশে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নতুন মাকে শুভেচ্ছা জানানোর হিড়িক। ফ্রন্টিয়ার এয়ারলাইনসের কর্মী ডায়ানা গিরালডোকেও অভিনন্দন জানাতেও ভুলছেন না কেউ।
https://www.facebook.com/flyfrontier/posts/10158478666331700
এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “এটা অসাধারণ! ঈশ্বরের কৃপায় সব ভালোভাবেই হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। দারুণ কাজ।”
আরেক ব্যবহারকারী লিখেছেন, “এটা এমন একটি গল্প, যা সাধারণত বলা বা শোনার সুযোগ পাওয়া যায় না। সৌভাগ্যবশত ফ্লাইট কর্মীর জ্ঞান কাজে লেগেছে।”
ফ্লাইটের ক্যাপ্টেন ক্রিস নে জানান, প্রসবের সময় ঘটনাটি তাকে জানানো হয়। তখন ফার্স্ট অফিসারকে উড়োজাহাজের দায়িত্ব দিয়ে পেনসাকোলা বিমানবন্দরের সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন। ওই বিমানবন্দরে প্রসবে সাহায্যের জন্য প্যারামেডিকরা তৈরি ছিলেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর আগেই সন্তান প্রসব করেন ওই নারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।