বিল ফাঁকি দিতে খাবারে চুল দিলেন নারী

খাবারে চুল

লাইফস্টাইল ডেস্ক : খাবারে চুল বা অনাকাঙ্ক্ষিত কিছু পেলে অনেক রেস্টুরেন্টই বিল নিতে চায় না। এমনই এক অজুহাত কাজে লাগাতে খাবারে চুল দিয়েছিলেন এক নারী। সম্প্রতি এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে যুক্তরাজ্যের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট।

খাবারে চুল

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটির মালিক টম ক্রফট ওই নারীর অভিযোগের ভিত্তিতে খাবারের মূল্য ফিরিয়ে দিয়েছিলেন। ওই নারী অভিযোগ দেন যে, তাঁর খাবারে চুল পাওয়া গেছে। পরে খাবারে চুল পড়ার কারণ ঘাঁটতে সিসিটিভি ফুটেজে টম দেখেন, ওই নারী তাঁর সঙ্গীর খাবারে ইচ্ছা করেই চুল রেখেছিলেন।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে টম লেখেন, ব্যবসায়ীদের জন্য এটি সতর্কতা। আশা করছি, এই ভিডিও দুই প্রতারকদের হাত থেকে অন্য প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবে।

সত্যি কি সালমানের সঙ্গে অতীতের তিক্ততা কমেছে ঐশ্বরিয়ার?

রেস্টুরেন্টের মালিক টম জানান, তিনি এ ঘটনায় ক্ষুব্ধ। সিসিটিভি ফুটেজে এ ঘটনা উদঘাটন না হলে ব্যবসার ক্ষতি হতে পারত বলেও জানান টম। তিনি বলেন, আমরা সমস্ত খাদ্য নিরাপত্তা নির্দেশিকা মেনে চলি। লোকেরা এমন জায়গায় খেতে চায় না যেখানে আপনি খাবারে চুল খুঁজে পান।