জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতারক চক্রের কবলে পড়ে মোছা. বেদানা খাতুন নামে এক নারী সর্বস্ব খুইয়েছেন। রবিবার দুপুরে হাসপাতালের নতুন ভবনের পানির পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ওই প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনী। আটককৃতরা হলেন, মকবুল ও সুমন।
এ বিষয়ে ভুক্তভোগী বেদনা খাতুন জানান, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহলি থানার পাত্রাইল গ্রামে। বর্তমানে স্বামীর সাথে আশুলিয়া এলাকায় ভাড়া থাকে। গত মঙ্গলবার দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের হাড় ভেঙে যায় তার। স্বামীর চিকিৎসা করাতে ওই দিনই আমরা ঢাকা মেডিকেলে আসেন এবং চিকিৎসাধীন রয়েছে। আজ দুপুরের দিকে খাবার পানি নেওয়ার জন্য হাসপাতালের পাম্পের সামনে আসলে ৩ জন লোক তাকে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ দেয় এবয় তারা বলে, তার মা এখানে চিকিৎসাধীন রয়েছে আর এই ব্যাগে ১ লাখ টাকা আছে।
তিনি আরও বলেন, ‘এর কিছুক্ষণ পরেই তারা আমার ৫ আনা ওজনের কানের দুল, ২ ভরি ওজনের গলার চেইন আমার শরীর থেকে খুলে নেয় এবং সেই সঙ্গে আমার হাতে থাকা মোবাইল ফোনটিও নিয়ে যায়। আমি এ সময় অনেকটাই তাদের কাছে মূর্তমানব হয়ে গিয়েছিলাম। তারা কিভাবে আমার কাছ থেকে এগুলি খুলে নিয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে হুশ এলে আমি দেখি তারা কেটে পড়েছে। এ সময় আমার কানের দুল গলার হার এবং মোবাইল ফোনটিও আমার সাথে নেই’।
পরে তিনি বিষয়টি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। কিছুক্ষণের মধ্যেই আনসারের পিসি মো. উজ্জল বেপারী একটি টহল দল সহ আমাকে নিয়ে ঢাকা মেডিকেলের আশপাশ ঘুরতে থাকে। কিছুক্ষণ পরেই ওই প্রতারক চক্রদের দুইজনকে ১০২ নং ওয়ার্ডের একটি গলি থেকে আটক করা হয়। এরপর ওই দুই প্রতারক চক্র সহ আমাদেরকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
অভিযুক্ত ওই প্রতারক চক্রের সদস্য মকবুল ও সুমন তাৎক্ষণিকভাবে তাদের অপরাধের কথা স্বীকার করে জানান, এভাবেই তারা প্রায় দিনই ঢাকা মেডিকেলে আমাদের প্রতারক চক্রের সদস্যদের সহযোগীতায় রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে তাদের গয়নাগাটি ও মোবাইল হাতিয়ে নেই। আজ তাদের চক্রের দুইজন ধরা পড়লেও আরেকজন পালিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আমাদের আনসার সদস্যরা প্রতারক চক্রের দুইজন সদস্য সহ ভুক্তভোগী নারীকে আমাদের ক্যাম্পে নিয়ে আসে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।