আন্তর্জাতিক ডেস্ক : নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে। তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তার ১৩ বছরের অভিজ্ঞতার রয়েছে। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরা লিখেছেন, আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তার ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গ বৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।