চাকরি দিচ্ছে নারীপক্ষ, বেতন ৮০ হাজার

নারীপক্ষ

জুমবাংলা ডেস্ক : বেসরকারি সংস্থা নারীপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

নারীপক্ষ

প্রতিষ্ঠানের নাম: নারীপক্ষ

পদের নাম: প্রকল্প পরিচালক

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি।

অভিজ্ঞতা: স্বাস্থ্যবিষয়ক প্রকল্পে ৭ থেকে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার নিয়ে সাত বছর কাজের অভিজ্ঞতা, প্রকল্প ব্যবস্থাপনায় দুই বছর ও প্রতিবেদন তৈরিতে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন: ৭০ থেকে ৮০ হাজার টাকা

প্রার্থীর ধরন: শুধু নারী

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই, ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম