ধর্ম ডেস্ক : প্রশ্ন : নারীর ইমামতিতে শুধু নারীদের নামাজের জামাত করার বিধান কী? কোনো মেয়ে যদি কোরআনের হাফেজা হয় এবং হিফজ চর্চা ঠিক রাখার জন্য রমজান মাসে তারাবি নামাজের জামাত করে, যে জামাতে শুধু নারীরাই অংশগ্রহণ করবে।
তাহলে কি হাফেজা মেয়ের ইমামতিতে নারীদের জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় বিশুদ্ধ হবে?
-হাফেজা নুজহাত নুসাইবা, ঢাকা
উত্তর : সব ধরনের নামাজে নারীর ইমামতিতে শুধু নারীদের নামাজের জামাত করা মাকরুহে তাহরিমি। কোরআনে কারিমের হিফজ চর্চা ঠিক রাখার জন্য হাফেজা মেয়ের ইমামতিতে শুধু নারীদের তারাবির জামাতও এই হুকুমের অন্তর্ভুক্ত।
তবে জামাতের সঙ্গে তারাবির নামাজ যদি আদায় করে ফেলে এবং হাফেজা ইমাম যদি মুসল্লিদের থেকে আগে বেড়ে সামনের কাতারে একাকী না দাঁড়ায় বরং মুসল্লিদের সঙ্গে একই কাতারের মধ্যে দাঁড়ায় তাহলে নামাজ মাকরুহে তানযিহির সঙ্গে আদায় হয়ে যাবে। ফতোয়া কাসেমিয়া ৭/৩০৯
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।