জুমবাংলা ডেস্ক : আগের দুই বিয়ের তথ্য গোপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রতারণামূলক বহুবিবাহের অভিযোগ তুলেছেন তৃতীয় স্ত্রী। স্ত্রীর স্বীকৃতি, সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করে উল্টো নানা অপপ্রচার, সামাজিকভাবে সম্মানহানির অভিযোগ তুলেছেন তৃতীয় স্ত্রী।
অভিযোগকারী তৃতীয় স্ত্রী পেশায় একজন চিকিৎসক। সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করা থেকে বিরত থেকে স্ত্রী হিসেবে নিজের স্বীকৃতি ও সন্তানের পিতৃপরিচয়ের নিশ্চয়তার দাবি তুলে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব) মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাশিয়া থেকে এমবিবিএস পাসের পর ২০১৯ সালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করি। ২০১৯ সালে পাবনায় থাকাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তররের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে পরিচয় হয়। ২০২১ সালের ২৫ জানুয়ারি আমরা বিবাহ করি। কিন্তু তার বিয়ের তথ্য গোপন করেন, যা আমি জানতাম না। পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, তার পূর্বে দুইটি বিয়ে রয়েছে। প্রথম সংসারে স্ত্রী ও এক সন্তান এবং দ্বিতীয় সংসারে স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। এ ঘটনায় আমি নওগাঁর মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করি। পরে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি অভিযোগ দিই। ২০২২ সালের ২৭ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করি। এখন তিনি নোয়াখালীতে কর্মরত।’
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমি সংসার করতে চাই, নিজের স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের স্বীকৃতি চাই। তার নানামুখি অসম্মানজনক তৎপরতা বন্ধ চাই। মিথ্যাচার, সামাজিক সম্মানহানি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওই নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি প্রতারণা করিনি। ফাঁদে পড়ে বিবাহ করেছিলাম। আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাই তার ভরণপোষণ কেন দিব? তাছাড়া তিনি বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিজেই গোপন করছেন। আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি অভিযোগ করেছিলেন। সেসব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।