জানা গেল পুরুষবিহীন নিষিদ্ধ গ্রামে নারীদের গর্ভবতী হওয়ার রহস্য

আন্তর্জাতিক ডেস্ক : গ্রামে ৩০ বছর ধরে কোনও পুরুষের প্রবেশ নেই। তবুও সেই গ্রামে নারীরা গর্ভবতী হয়ে পড়ছেন!দিব্যি বংশ বিস্তার করে যাচ্ছেন।

ইসলাম বলছে মহান আল্লাহতায়ালা শুধু মা মরিয়াম আঃ কে পুরুষবিহীন সন্তান দান করেছিলেন।তাহলে এ গ্রামে পুরুষবিহীন এ গ্রামে সন্তান জন্মদান এটি কীভাবে সম্ভব?নাকি এর পিছনে রয়েছে অন্যকোন কারণ?

যেখানে বিপরীত লিঙ্গের চক্রে গড়ে উঠে বংশপরম্পরা।তবে কি এ গ্রাম চলছে বিপরীত চক্রে?

গ্রামটির নাম উমোজা। দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে গড়ে ওঠা এই গ্রামে শুধু মহিলারাই বাস করেন। প্রায় আড়াইশো মহিলা রয়েছেন এই গ্রামে।

পুরুষদের যেখানে কোনও ভাবেই প্রবেশের অনুমতি নেই, সেখানে কী ভাবে গর্ভবতী হচ্ছেন মহিলারা? এই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই আসবে। না, এটা কোনও জাদু নয়।

পুরুষের প্রবেশ নিষিদ্ধ হলেও রাতের বেলায় বহু পুরুষ চুপিসারে এই গ্রামে ঢোকেন। মহিলারা তাদের মধ্যে থেকে নিজেদের পছন্দের মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনও রকম সম্পর্ক রাখেন না তারা। মহিলারা সন্তানদের জন্ম দেন এবং নিজেরাই তাদের লালনপালন করেন।