স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নিয়োগ দেওয়া হয়েছে একজন নারী ম্যানেজারকে। নিরাপত্তা রক্ষা ও অভিযানে পটু হিনা মুনাওয়ারকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মুনাওয়ার।
অবসরপ্রাপ্ত সিনিয়র আমলা নাভিদ আকরাম চিমা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও মুনাওয়ারকে নিয়োগ দেওয়া নিয়ে তাই বেশ কৌতূহল আছে ক্রিকেট ভক্ত, বিশেষজ্ঞ এবং গণমাধ্যমে।
পাকিস্তানের সিভিল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মুনাওয়ার আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। বেশ কড়া ধাচের অফিসার হিসেবে পরিচিত তিনি। দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের উচ্চ ঝুঁকিপূর্ণ সোয়াত এলাকায় ফ্রন্টিয়ার কনস্টাবুলারিতেও।
পিসিবির এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘সম্ভবত তাকে (মুনাওয়ার) নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দল ও খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের কার্যক্রমকে সুগম করা। কারণ তিনি কৌশলগত এবং নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন, বিভিন্ন কার্যক্রমকে সুগম করতে সহায়তা করেছেন।’
পাকিস্তান বোর্ডে অবশ্য নতুন নন মুনাওয়ার। গত বছর পিসিবিতে যোগ দেন তিনি। এশিয়া কাপে পাকিস্তানের নারী অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।