লাইফস্টাইল ডেস্ক : জামার মধ্যে পকেট থাকলে অনেক কাজের জন্য তার সুবিধা হয়। ছোটখাটো জিনিস বহন করার জন্য তখন আর ব্যাগের প্রয়োজন হয় না। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ছেলেদের জামায় পকেট থাকলেও মেয়েদের কেন থাকেনা? এর পিছনের কারণ জেনে চমকে যাবেন! এবার দেখে নেওয়া যাক…
প্রকৃতপক্ষে, মেয়েদের জামায় পকেট না থাকার কোন বৈজ্ঞানিক বা নির্দিষ্ট কারণই নেই। তবে এটি চিরাচরিত হয়ে আসছে এবং পুরুষতান্ত্রিক মানসিকতাকে তুলে ধরে। খবর সূত্রে জানা গেছে, কয়েক শতাব্দী আগে নারী ও পুরুষ উভয়েই তারা কোমরে বা শরীরের উপরের অংশ ব্যাগ ঝুলিয়ে রাখতেন এবং তাতেই প্রয়োজনীয় জিনিসপত্র ও টাকাপয়সা রাখা হতো।
কিন্তু প্রায় ৪০০ বছর আগে পুরুষদের পোশাকের প্রথম পকেট সেলাই করা হয়েছিল, যাতে তারা এতে ছোটখাটো জিনিস রাখতে পারে। কিন্তু নারীদের পোশাকে এই পরিবর্তন হয়নি। এর সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হয়, সেই সময়ে পুরুষরা চাইতো না যে নারীদের শারীরিক গঠন খারাপ হোক।
আসলে নারীদের জামায় পকেট থাকলে শরীরের আকৃতিতে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মেয়েদের স্তনের আকৃতিতে যাতে কোনওভাবে প্রভাব না পরে, তার জন্যই মেয়েদের জামায় পকেট থাকে না। তবে বর্তমানে বিভিন্ন ধরনের পোশাকের ডিজাইন ও ফ্যাশন এলেও সেই পুরনো বিশ্বাস ও নকশায় অনুসরণ করা হচ্ছে।
এছাড়াও, পুরুষ ও মেয়েদের শার্টে আরও একটি পার্থক্য রয়েছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন ছেলেদের শার্টের বোতাম ডানদিকে এবং মেয়েদের শার্টের বোতাম বাঁদিকে থাকে। ছেলে ও মেয়েদের সুবিধার জন্যই এমনটা করা হয়েছিল এবং আজও একই পদ্ধতিতেই পোশাক তৈরি করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।