স্পোর্টস ডেস্ক: চলতি আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। শক্তিশালী ভারতকে হারাতে বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য ছিল ২৩০। তবে রান তাড়া করতে নেমে মাত্র ১১৯ তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ফলে ১১০ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানারা।
২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে যেমন শুরু দরকার ছিল তা পায়নি বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মাত্র ১২ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই হারায় পাঁচ উইকট। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও তিনি খেলেন ৫৪টি বল। এছাড়া শারমিন আক্তার ৫, অধিনায়ক নিগার সুলতানা ৩ ও রুমানা আহমেদ ২ রান করে আউট হয়েছেন। রানের খাতা খুলতে পারেননি ফারজানা হক।
এরপর সালমা খাতুন, লতা মন্ডল ও রিতু মনিই যা একটু প্রতিরোধ গড়েন। সালমা ৩২, লতা ২৪ ও রিতু ১৬ রান করেন। ১১৯ রানে বাংলাদেশ যখন গুটিয়ে যায় তখনো বাকি ছিল ৫৭টি বল। ভারতের স্নেহ রানা চারটি উইকেট পেয়েছেন। এছাড়া ঝুলন গোস্বামী ও পূজা বস্ত্রাকর দুটি করে উইকেট পেয়েছেন।
এর আগে, যতিকা ভাটিয়ার ৫০, স্মৃতি মান্দানার ৩০, পূজা বস্ত্রাকরের অপরাজিত ৩০, স্নেহ রানার ২৭ ও রিচা ঘোষের ২৬ রানে ভর করে ৫০ ওভার শেষে ২২৯ রানে স্কোর পায় ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।