নেসলের বিস্কুটে কাঠের গুঁড়া!

নেসলে বিস্কুট

আন্তর্জাতিক ডেস্ক : কাঠের গুঁড়া থাকার অভিযোগে বাজার থেকে কিছু বিস্কুট জাতীয় পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নেসলে যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদনে জানা যায়, নেসলে টোল হাউসের চকলেট চিপ কুকি ডো ‌‘ব্রেক অ্যান্ড বেক’ বারের পণ্য প্রত্যাহার করবে কোম্পানিটি।

নেসলে বিস্কুট

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওয়েবসাইটে বলা হয়েছে, নেসলে টোল হাউজের চকলেট চিপ কুকি ডো ‌‘ব্রেক অ্যান্ড বেক’ বার পণ্যের দুইটি ব্যাচ তুলে নেওয়া হবে। তবে ‘ব্রেক অ্যান্ড বেক’ বারের অন্যান্য পণ্য বাজারে থাকবে।

সম্প্রতি কিছু গ্রাহক বিস্কুটে কাঠের গুঁড়া থাকার বিষয়টি নিয়ে নেসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পণ্যের মূল্য ফেরত দেওয়ারও ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া যেসব গ্রাহক এরই মধ্যে ওই পণ্য কিনেছে তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দিতে বলা হয়েছে।

নেসলে যুক্তরাষ্ট্র জানায়, ‘এ বিষয়ে এফডিএর সঙ্গে কাজ করছি ও তাদের সম্পূর্ণ সহযোগিতা করবো। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

টেলিভিশন উপস্থাপনা থেকে বিসিএস যাত্রা তন্বীর

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।