জুমবাংলা ডেস্ক : কাঠের আসবাবপত্র ব্যবহার করার শখ কিন্তু আমাদের মধ্যে বহুদিন ধরেই রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই জাতীয় আসবাবপত্রের দাম ঝড়ের গতিতে বেড়ে চলেছে। তাই সাধারণ মানুষ আর যাই হোক না কেন কাঠের যে কোন আসবাবপত্র থেকে যতটা হোক দূরে থাকাই পছন্দ করেন।। তবে গ্রাম হোক বা শহর কাঠের আসবাবপত্র দিয়ে কিন্তু ঘর সাজানোর কোন জুড়ি নেই।
কাঠের আসবাবপত্র যেন আমাদের বাড়ির অন্দরমহলে একপ্রকার রাজকীয় ভাব নিয়ে আসে। সেগুন থেকে শুরু করে অন্যান্য দামি কাঠের বর্তমানে যা দাম তাতে হয়তো সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে কাঠের আসবাবপত্র ব্যবহার করা সহজ নয়। কিন্তু যে সমস্ত বাড়িতে আগে থেকেই এই আসবাবপত্র রয়েছে তাদের জন্য কিন্তু বেশ সমস্যা দেখা দিচ্ছে।
প্রথমত কাঠের আসবাবপত্র দীর্ঘ সময় পর পরই নোংরা হয়ে ওঠে। এতে করে জিনিসগুলো দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে অল্প সময়ের মধ্যে কাঠের আসবাবপত্র আপনারা বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন।
কাঠের আসবাবপত্র পরিষ্কার করার জন্য বিশেষ কোনো খাটনির প্রয়োজন নেই। এর জন্য প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণ আটা নিয়ে তার সরষের তেল দিয়ে মাখতে হবে। খেয়াল রাখবেন তেলের পরিমাণ যেন ঠিক ততটাই হয় যতটা হলে আটা চিটচিটে হয়ে যাবে না। এবারে আটা এবং তেল দিয়ে একটি শক্ত ডো তৈরি করতে হবে।
আটার ওই ডো দিয়ে এবারে ঘরে থাকা যেকোন কাঠের আসবাবপত্রের উপর হালকা হালকা ঘষতে থাকুন। দেখবেন ধীরে ধীরে আসবাবপত্রের ময়লা আটার মধ্যে চলে আসছে এবং আটা ঠিক কালো হয়ে উঠছে। এটি একটি অত্যন্ত সহজ ঘরোয়া পদ্ধতি যেখানে কিন্তু আপনাদের একেবারেই কোনো রকমের অর্থ খরচের প্রয়োজন নেই।
আটা এবং তেল সাধারণত যে কোন বাড়িতেই আপনারা সহজে পেয়ে যাবেন। দৈনন্দিন রান্না এবং খাবারের ক্ষেত্রে কিন্তু আটা ও তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই ট্রাই করার পর আমাদের জানাতে পারেন।
কাঠের আসবাবপত্র পরিষ্কার করার জন্য আপনারা আরও একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রের মধ্যে চা পাতা ,ভিনিগার এবং অলিভ অয়েল একসাথে মিশিয়ে একটি দ্রবন তৈরি করে নিন। এই মিশ্রনটি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে কোন স্পঞ্জ বা নরম কাপড়ের সাহায্যে কাঠের আসবাবপত্রে লাগাতে পারেন। দেখবেন কিছুক্ষণ এরকম করার পরেই ধীরে ধীরে আসবাবপত্র থেকে সমস্ত রকমের ময়লা উঠে চলে আসছে। এতে কিন্তু আপনাদের বার্নিশ করার খরচ ও বেঁচে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।